• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আচরণবিধি ভঙ্গের দায়ে স্যামসনের জরিমানা

দিল্লি— এবারে আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন জরিমানার মুখে পড়লেন৷ গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে খেলার সময় স্যামসন আচরণবিধি লঙ্ঘন করেছিলেন৷ সেই কারণে সঞ্জু স্যামসনকে দোষী সাব্যস্তকরা হয়েছে এবং ম্যাচ ফি’র তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছে৷ আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করলে ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়ে থাকে৷ স্যামসন তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন

দিল্লি— এবারে আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন জরিমানার মুখে পড়লেন৷ গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে খেলার সময় স্যামসন আচরণবিধি লঙ্ঘন করেছিলেন৷ সেই কারণে সঞ্জু স্যামসনকে দোষী সাব্যস্তকরা হয়েছে এবং ম্যাচ ফি’র তিরিশ শতাংশ জরিমানা করা হয়েছে৷ আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করলে ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়ে থাকে৷ স্যামসন তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছেন৷ তিনি খেলাতে ৪৬ বলে ৮৬ রান করে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করার কৃতিত্ব দেখান৷ দিল্লির বিপক্ষে ম্যচে জেতার জন্যে রাজস্থান ২২২ রান তাড়া করছিল৷ ১৬তম ওভারে মুকেশ কুমারের বলে লংঅনে দাঁড়িয়ে থাকা হোপের হাতে ক্যাচ তুলে দেন৷ হোপ যখন এই ক্যাচটি ধরেন তখন তিনি অল্পের জন্যে হোঁচট খান৷ সেই সময় তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল৷ তাই স্যামসন আউট নিয়ে দ্বিধা প্রকাশ করেন৷ মাঠের আম্পায়াররা আউটের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন৷ আর অপেক্ষা না করে টিভি আম্পায়ার মাইকেল গফকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন৷ পরীক্ষা শেষে টিভি আম্পায়ার গফ জানিয়েছেন স্যামসন পরিষ্কার আউট৷ হোপ পরিষ্কার ক্যাচ নিয়েছেন৷ তাই কোনও সন্দেহের অবকাশ নেই৷ তখনই স্যামসন কিছুটা উচ্চস্বরে কথা বলে আম্পায়ারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন৷ মাঠের আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন ও উলহাস গান্ধের সঙ্গে তর্কে জড়িয়ে যান স্যামসন৷ আসনে এই আউটটি ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সময়ের সামনে দাঁড়িয়ে ছিল তখন রাজস্থানের দরকার ছিল জয়ের জন্যে ২৭ বলে ৬০ রান৷ শেষ পর্যন্ত দিল্লি ২০ রানে জয় পায়৷ তবে দলের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা তৃতীয় আম্পায়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন, মাঠে দাঁড়িয়ে অনেক সময় বোঝাই যায় না সত্যি কী ক্রিকেটার আউট হয়েছেন? তাই মাঠের আম্পায়ার সার্বিক সিদ্ধান্তের জন্যে তৃতীয় আম্পায়ারের কাছে ব্যাপারটি ঠেলে দেন৷