ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্টে দুই তরুণ ক্রিকেটার সরফরাজ খান ও রাচিন রবীন্দ্রর শতরান দেখে অভিভূত প্রাক্তন ক্রিকেটার শচীন তেণ্ডুলকর। শচীন বলেন, ভারত ও নিউজিল্যান্ডের এই দুই তরুণতুর্কী ক্রিকেটার যেভাবে বোলারদের সঙ্গে মোকাবিলা করে শতরান উপহার দিয়েছেন, তার জন্য অবশ্যই প্রশংসা তোলা থাকবে। বিশেষ করে ভারতের প্রথম ইনিংসে ভরাডুবির পরে দ্বিতীয় ইনিংসে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন সরফরাজ খান। আর নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র ১২৪ বলে শতরান করে দলকে অনেকটাই এগিয়ে রেখেছেন। রাচিন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়ার। আর এদিকে মাত্র ১১০ বলে ১০০ রান পূরণ করেন সরফরাজ খান। আসলে এটা মনে রাখতে হবে, বেঙ্গালুরুর মাঠ রাচিন রবীন্দ্রর চেনা। তাই দুরন্ত শতরান করতে তাঁর কোনও সমস্যাই হয়নি। আর এটাও খুশির খবর, তিনি প্রথম সেঞ্চুরি করে সবার নজরে চলে এসেছেন।
অন্যদিকে সরফরাজের খেলার ধরনটা অন্যদের তুলনায় একটু ফারাক আছে। তাই খুব সহজেই বোলারদের সঙ্গে মোকাবিলা করতে তাঁর চাপে থাকতে হয় না। সহজভাবে খেলতে জানেন। তবে, আরেকটু সচেতন হয়ে সরফরাজ সিংকে খেলতে হবে। তা না হলে ১৫০ রান করে তিনি আউট হয়ে গেলেন। যখন উইকেটে জমে গেছেন, তখন কেন হালকা চালে খেলার প্রবণতা দেখালেন। তাই টিম সাউদির বলে কভারে তিনি ক্যাচ তুলে দেন টিম সাউদির হাতে। সেই কারণে বলতে দ্বিধা নেই, অভিজ্ঞতা তাঁকে হয়তো আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। তবে, প্রশংসা করতে হয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে সরফরাজ খান ১৫০ রান উপহার দিয়েছেন।