আবুধাবি– গোল না পাওয়ার দুঃখে মনমরা ছিলেন৷ এমন কী চ্যাম্পিয়ন্স লিগের খেলায় একটা অবিশ্বাস্য গোল মিস করে সকলের হাসির খোরাকও হয়েছিলেন৷ সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরে এলেন স্বমহিমায়৷ বুঝিয়ে দিলেন, এখনও তিনি মাঠে নেমে ফুটবল দর্শকদের মন অনায়াসে জয় করে নিতে পারেন৷ করতে পারেন গোলও৷ সৌদি প্রো লিগের খেলায় আল নাসের নেমেছিল আল আহলির বিপক্ষে৷ সেই ম্যাচে রোনাল্ডোর দেওয়া একমাত্র গোলে জেতে আল নাসের৷ ৬৮ মিনিটে একমাত্র পেনাল্টি থেকে গোলটি করেন তিনি৷ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে হাফ সেঞ্চুরি (৫০) গোল করে ফেললেন পর্তুগিজ মহাতারকা৷ খেলা ছিল আল আহলির মাঠ আবদুল্লা স্পোর্টস সিটিতে৷ সেই ম্যাচে দুই দলেই ছিল তারকার মেলা৷ আল নাসেরের যদি রোনাল্ডো, সাদিও মানে, ওতাবিওররা থাকেন, তাহলে ফিরমিনো, রিয়াদ মাহরেজ, ফ্রাঙ্ক কেসিরা আল আহলির জার্সি পরে নেমেছিলেন খেলতে৷ দু-দলই শুরু থেকে একে অপরকে মেপে নিতে শুরু করে৷ ঘরের মাঠে খেলার দরুন আল আহলি প্রথম গোলের সুযোগ পেয়েছিল৷ মেরিহ ডেমিরালের হেড ক্রসবারে লেগে ফিরে আসে৷ পরে রোনাল্ডো একটি গোল করেন৷ কিন্ত্ত ভারের সাহায্য নিয়ে দীর্ঘক্ষণ পরে রেফারি সিদ্ধান্ত নেন রোনাল্ডোর গোল অফসাইডে ছিল৷ প্রথম ৪৫ মিনিট গোলশূন্য থাকার পর বিরতির পর খেলা জমে ওঠে৷ ফিরমিনো গোল দিয়ে আল আহলির সমর্থকদের উল্লাসের মাত্রা বাডি়য়ে দিয়েছিলেন৷ এবারও রেফারি ভারের সাহায্য নিয়ে জানিয়ে দেন, ন্যায্য গোল হয়নি৷ অবশেষে গোলের প্রতীক্ষার অবসান ঘটে৷ আল নাসেরের আল নাজেইকে বক্সের মধ্যে ফাউল করা হলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন৷ সেই পেনাল্টি থেকে গোল করে যান রোনাল্ডো৷ তবে এই জয় সত্ত্বেও রোনাল্ডোর দল সেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকল৷ তাদের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৬৷ অন্যদিকে এক ম্যাচ কম খেলে আল হিলালের পয়েন্ট ৬৫৷ জয়ের পরে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় নিজের অভিব্যক্তি তুলে ধরতে গিয়ে জানিয়েছেন-ফিরে এসেছি জয়ের ধারায়৷ এবার এগিয়ে চলার পালা৷