ফোর্বস তালিকায় মেসিকে টপকালেন রোনাল্ডো, মাঠের বাইরেও লড়াই জারি

দিল্লি— ফুটবল মাঠে তাঁরা চিরকালীন প্রতিপক্ষ৷ বছরের পর বছর তাঁদের প্রতিদ্বন্দ্বিতা দেখে মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব৷ বর্তমানে দুজনেই ইউরোপ ছেড়ে চলে গিয়েছেন অন্য মহাদেশে৷ তার পরেও সমানে-সমানে টক্কর চলে দুই কিংবদন্তির মধ্যে৷ কিন্ত্ত মাঠের বাইরে অন্য এক লড়াইকে মেসিকে হারিয়ে দিলেন রোনাল্ডো৷

গোল করার তালিকায় মেসির থেকে বেশ কিছুটা এগিয়ে পর্তুগিজ তারকা৷ তা সে আন্তর্জাতিক ম্যাচে হোক, কিংবা ক্লাব ফুটবলের লড়াইয়ে৷ এমনকী সোশাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাতেও অনেকটাই এগিয়ে রয়েছেন রোনাল্ডো৷ এবার ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদের তালিকায় মেসির হারালেন আল নাসর তারকা৷

সমীক্ষা অনুযায়ী, রোনাল্ডোর আয় ২৬০ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকার উপরে৷ বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের তালিকায় একনম্বরে রয়েছেন তিনি৷ অন্যদিকে মেসির স্থান দুনম্বরেও হয়নি৷ তিনি রয়েছেন তৃতীয় স্থানে৷ স্পেনের গলফ খেলোয়াড় জন রাহমের পরে রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার৷ ইন্টার মায়ামি তারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার৷


১১০ মিলিয়ন ডলার আয় নিয়ে ফ্রান্সের এমবাপে (Mbappe) রয়েছেন ষষ্ঠ স্থানে৷ যাঁর পিএসজি ছাড়া ইতিমধ্যেই নিশ্চিত৷ রিয়াল মাদ্রিদে এমবাপের সই করা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ফুটবলমহল৷ মেসি-এমবাপের প্রাক্তন সতীর্থ নেইমারের (Neymar) আয় ১০৮ মিলিয়ন ডলার৷ তিনি রয়েছেন সপ্তম স্থানে৷ গত বছরের আগস্ট মাসে ব্রাজিলিয়ান তারকা সৌদির ক্লাব আল হিলালে সই করেন৷ কিন্ত্ত এই তালিকা দেখে হতাশ হতে পারেন এদেশের ক্রীড়াভক্তরা৷ প্রথম দশে স্থান হয়নি কোনও ভারতীয়র৷