• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মুম্বইয়ের হয়ে রোহিত আর খেলবেন না

মুম্বই— ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান দলের হয়ে আর মাঠে নামবেন না এমনই ধারণা দিয়েছেন৷ এবারের মরশুমটা খুবই খারাপ গেছে রোহিতের৷ আসলে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়া মুম্বই দলে যোগ দেওয়ার পরেই রোহিত শর্মা মানসিক দিক দিয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন৷ তার প্রধান কারণ হল টানা ৫ বছর রোহিতের নেতৃত্বে মুম্বই

মুম্বই— ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান দলের হয়ে আর মাঠে নামবেন না এমনই ধারণা দিয়েছেন৷ এবারের মরশুমটা খুবই খারাপ গেছে রোহিতের৷ আসলে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পাণ্ডিয়া মুম্বই দলে যোগ দেওয়ার পরেই রোহিত শর্মা মানসিক দিক দিয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন৷ তার প্রধান কারণ হল টানা ৫ বছর রোহিতের নেতৃত্বে মুম্বই দল আইপিএল ক্রিকেটে দারুন খেলেছে৷ সেই দলের অধিনায়কের ব্যাটনটা রোহিতের কাছ থেকে কেড়ে নিয়ে কর্মকর্তারা হার্দিক পাণ্ডিয়ার হাতে তুলে দেন৷ তখন থেকেই মুম্বই শিবিরে খেলোয়াড়দের মধ্যে ব্যবধান তৈরি হয়৷ সেখানে দেখা যায় বেশ কিছু খেলোয়াড় রোহিতকে সমর্থন করে একটা গ্রুপ তৈরি করে ফেলেছেন৷ আর হার্দিক পাণ্ডিয়ার পক্ষে বিদেশি ক্রিকেটাররাই সম্পর্ক গড়ে তুলেছিলেন৷ গ্রুপ হওয়ার কারণে মুম্বই দল আইপিএল ক্রিকেটে নজরই কাড়তে পারেননি৷ এমনকি প্লেঅফ ম্যাচে খেলবার জায়গা হয়নি৷

আইপিএল ক্রিকেট শেষ হবার মুহূর্তে রোহিত শর্মা একটি অডিও ক্লিপে বলেছেন, মুম্বই ছেড়ে তিনি খুব সম্ভবত আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সদের হয়ে খেলবেন৷ এই খবরে ক্রিকেট মহলে নানা রকম সমালোচনার ঝড় উঠতে থাকে৷ এমনকি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও বলেছেন আগামী মরশুমে রোহিত শর্মা কোনওভাবেই মুম্বই দলের হয়ে খেলবেন না৷ আমার মনে হয় রোহিত শর্মাকেই অধিনায়ক হিসাবে দায়িত্ব দিলে মুম্বই দল অনেক ভালো ফলাফল করত৷ সেই কারণে আগামী বছরে মেগা নিলামের সময় রোহিত কলকাতায় খেলবার ইচ্চা প্রকাশ করবেন৷ এবারের আইপিএল ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে এসেছে মোট ৪১৭ রান৷ তার গড় ৩২.৭ রান৷ তাই বলতে পারা যায় মুম্বইয়ের হয়ে জার্সি গায়ে রোহিত শেষ ম্যাচ খেলে ফেললেন৷ কোনও না কোনও কারণে মুম্বইয়ের সঙ্গে এই বিচ্ছেদ পর্বটা হয়ে গেল রোহিতের৷