মুম্বই— আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। কয়েক মাস আগে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেখানে একটি মাত্র ম্যাচ জেতার পরে ভারতীয় দলকে সিরিজ হারাতে হয়। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ব্রিগেডের দুরন্ত পারফরম্যান্স অবশ্যই তারিফ করার মতো। খেতাব জিতে ভারতীয় দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিদের নিয়ে যে সমস্ত তির্যক সমালোচনা হয়েছিল, তার জবাব দিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। স্বাভাবিকভাবে রোহিতকে নিয়ে বলা হয়েছিল, ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা উচিত।
কিন্তু সেই ভাবনা আর নির্বাচকদের মনে জায়গা পায়নি। বরঞ্চ নির্বাচকদের চোখে রোহিত শর্মাকে অধিনায়ক করার ভাবনা। কারণ তিনি যেভাবে একটা দলকে উৎসাহিত এবং মানসিকভাবে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অন্য কারও নাম অধিনায়ক হিসেবে এখন ভাবা যাচ্ছে না। তবে রোহিত শর্মা ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই নির্বাচকদের কাছে আরও একটি সমস্যা তৈরি হল অধিনায়ক বাছাই করা নিয়ে। আগামী শনিবার ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির সভা রয়েছে।
অনেকে বলছেন, লাল বলের ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স একদম ভালো জায়গায় নেই। শেষ দশটি টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৬৪ রান। নিজের ছন্দ হারিয়ে ফেলায় অস্ট্রেলিয়া সফরে একটি ম্যাচে রোহিত নিজেই অধিনায়ক থেকে সরে দাঁড়িয়েছিলেন। খারাপ ফর্মের কারণেই মনে করা হয়েছিল, হিটম্যান সরে দাঁড়িয়েছেন।
স্বাভাবিকভাবেই তিনি আর অধিনায়কর ব্যাটনটা নিজের হাতে রাখবেন কিনা, সেই চিন্তাভাবনা তাঁর নেই। তাই ভাবা হচ্ছে, তিনি নিজেই সরে দাঁড়াবেন ইংল্যান্ড সফর থেকে। কিন্তু রোহিত না থাকলে ভারতীয় দলে নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে অবশ্যই কিছুটা চিন্তায় পড়ে যাবেন নির্বাচকরা। তবে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম ম্যাচে রোহিত ছিলেন না। সেই জায়গায় যশপ্রীত বুমরা অধিনায়কত্ব করেছিলেন এবং ম্যাচটা জিতেওছিলেন। কিন্তু পরবর্তী চারটি ম্যাচে ভারতের বেহাল অবস্থা হয়ে যায়।
এমনকি শেষ টেস্ট ম্যাচে রোহিত শর্মা অধিনায়কের দায়িত্ব নিতে চাননি। এই অবস্থায় ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছেন নির্বাচকরা। আগামী ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হবে। ওই বৈঠকে বোর্ডসচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকরা, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন বলে জানা গেছে। এ বাদেও বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার থাকার কথা রয়েছে। তবে রোহিত শর্মা সত্যিই যদি ইংল্যান্ড সফরে না যান, সেক্ষেত্রে দলে বিরাট কোহলির জায়গা পাকা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব যেই পান না কেন, তাঁকে পূর্ণ সহযোগিতা করবেন অভিজ্ঞ বিরাট কোহলি।