• facebook
  • twitter
Friday, 4 April, 2025

আগামী বিশ্বকাপেও খেলতে চান রোহিত

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। হিটম্যান রোহিতের ব্যাট থেকে ৭৬ রান আসাতে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন।

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা জোর গলায় জানিয়ে দেন তিনি এখনই অবসর নেবেন না। এই কথা জানার পরে ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়ে যায়। সেই কারণে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, সত্যিই তাহলে অবসরের পথে তিনি যেতে চাইছেন না। এই ধোঁয়াশার মধ্য দিয়েই শরীরী ভাষায় রোহিত শর্মা বলে দিলেন, ২০২৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে খেলার ইচ্ছা রয়েছে। তাই এখন থেকেই মানসিক দিক দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যাতে শারীরিক দিক দিয়ে কোনওরকম অসুবিধা না হয়, সেই কারণে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে নিয়ে মাঠে নেমে পড়েছেন। নায়ারের সঙ্গে পরামর্শ করে রোহিত তাঁর ফিটনেস, ব্যাটিং ও দৃষ্টিভঙ্গী কেমন হয়, তা অনুশীলনের মধ্যে দিয়ে দেখে নিতে চাইছেন। তাঁর আগ্রাসী ভূমিকা সবসময় কথা বলে থাকে। তার পরিচয় পাওয়া গিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। হিটম্যান রোহিতের ব্যাট থেকে ৭৬ রান আসাতে ভারতের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন।

রোহিত শর্মা ইতিমধ্যেই ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে ভারতীয় দলকে উজ্জীবিত করেছিলেন, তা সতীর্থ ক্রিকেটারদের কাছে একটা বড় প্রাপ্তি। ২০২৩ সালের বিশ্বকাপ ভারতের মাটিতে হলেও অল্পের জন্য ভারত খেতাব জিততে পারেনি। ভারতকে হারতে হয়েছিল ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মার হাত ধরেই চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের আগে রোহিতের সামনে রয়েছে ২৭ একদিনের ম্যাচ। তাই নায়ারের পরামর্শ নিয়ে রোহিত এই ম্যাচগুলিকে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখতে চাইছেন। বলতে দ্বিধা নেই, নায়ারের পরামর্শ অনুযায়ী ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল ও দীনেশ কার্তিকরা একাধিকবার সাফল্য পেয়েছেন। অতীতে মুম্বই দলের রোহিতের সতীর্থ খেলোয়াড় ছিলেন নায়ার। গত আইপিএল ক্রিকেটে রোহিতকে দেখা গেছে বারবার নায়ারের সঙ্গে গোপন বৈঠক করতে।