দিল্লি— একটা কথা প্রচলিত আছে, পারফরম্যান্স দেখাতে না পারলে তার কোনও গুরুত্বই থাকে না। এমনই কথাটা এখন ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য প্রযোজ্য হয়ে উঠেছে। সবাই বলছেন, অস্ট্রেলিয়া সফরে তাঁদের ব্যর্থতার জন্যই নাকি সিরিজ হারাতে হয়েছে। কিন্তু প্রশ্ন হল, রোহিত আর কোহলি ছাড়া অন্য ক্রিকেটাররা কেন ভারতীয় দলকে তুলে ধরতে পারলেন না। এই নিয়ে কেউ বড় গলায় কথাও বলছেন না। সেই কারণে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বললেন, শুধু শুধু দু-একজন ক্রিকেটারকে সামনে রেখে ভারতীয় দলের ব্যর্থতাকে চাপা দেওয়া যাবে না। আর ওই দুই ক্রিকেটারকেই টার্গেট করা হচ্ছে।
যুবরাজ বলেন, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তবে তিনি বলেছেন, বর্ডার-গাভাসকার ট্রফিতে হারের পরে ভারতীয় দলে আত্মবিশ্বাস হারিয়ে গেছে। রোহিত ও কোহলি ভারতীয় ক্রিকেটে অবশ্যই সম্পদ। এই নিয়ে কোনও দ্বিমত নেই। ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে অতীতে পরপর দু’বার সিরিজ জিতেছে। কিন্তু এই কৃতিত্বকে কেউই বড় করে দেখতে হয়তো এখন চাইছেন না। কিন্তু তাঁরা বলতে পারবেন অস্ট্রেলিয়া সফরে গিয়ে পরপর দু’বার সিরিজ জিতে নেওয়ার তালিকায় আর কোন দল রয়েছে? শুধু শুধু বিরাট কোহলি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিচলিত করার কোনও দরকার নেই। নিঃসন্দেহে ওঁরা দু’জনেই তারকা খেলোয়াড়। গত পাঁচ-ছ’বছর ভারতীয় দল যা কৃতিত্ব অর্জন করেছে, তার পিছনে এই দুই ক্রিকেটারের অবদানকে অবশ্যই মানতে হবে। যাঁরা হেরেছে, তাঁদের কষ্টটা বুঝতে হয়। একটু সময় দিতে হবে। এই হতাশা থেকে নিজেদের কাটিয়ে ওঠা এবং বিশ্বাস করি, ভারতীয় দল ঘুরে দাঁড়াবেই। এটা ঠিক, কোচ গৌতম গম্ভীর সহ অন্যদের দলের প্রতি যে আন্তরিকতা, তা ভুলে থাকা যাবে না।
অস্ট্রেলিয়া সফরে যশপ্রীত বুমরার মতো একজন নজরকাড়া বোলারকে দেখতে পাওয়া গেলেও আগামী দিনে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। অধিনায়ক রোহিত শর্মা যখন ভেবেছেন, আমি ভালো ফর্মে নেই, তখনই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন দল থেকে। এই ধরনের উদাহরণ কোন অধিনায়কের নামের পাশে লেখা আছে, তা জানা নেই। তিনি যে বড় মাপের মানুষ, তা বোঝা গেল। হয়তো সিরিজ জিততে পারেনি, তবে অধিনায়ক রোহিত শর্মার ভূমিকাকে সেলাম জানাতে হবে। এই তো কিছুদিন আগে তাঁরই নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়াটা বেদনাদায়ক।
তবে সামনেই রয়েছে ইংল্যান্ড দলের সঙ্গে খেলা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলা থেকে সরে যাবেন কিনা, তা নিয়ে যুবরাজের স্পষ্ট জবাব, ওই দুই ক্রিকেটার যদি মনে করেন সরে যাবেন, আর এমনও হতে পারে তাঁদের ইচ্ছে আরও কিছুদিন খেলার। সেক্ষেত্রে নিজের ভাবনার উপরেই সবকিছু নির্ভর করবে।