রোহিত শর্মা আজ মাঠে নামলেই নজির গড়বেন

হায়দরাবাদ— এবারে রোহিত শর্মা নাম লেখাতে চলেছেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ক্লাবে৷ বুধবার আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মা৷ বুধবার মাঠে নামলেই তিনি নজির গড়বেন৷ এবারে আইপিএল ক্রিকেটে প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ১৯৯তম ম্যাচ খেলে ফেললেন রোহিত৷ বুধবার মাঠে নামলেই মুম্বইয়ের হয়ে তিনি ২০০তম আইপিএল ম্যাচ খেলে ফেলবেন৷ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি একটি দলের হয়ে ২০০-রও বেশি ম্যাচ খেলেছেন৷ কোহলির ম্যাচের সংখ্যা ২৩৯৷ আর মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ২১১টি ম্যাচ৷ এই ক্লাবে প্রবেশ করতে চলেছেন রোহিত শর্মা৷

এই তিন ক্রিকেটারের মধ্যে একমাত্র কোহলি ২০০৮ সাল থেকে বেঙ্গালুুর হয়ে খেলছেন৷ রোহিত ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন৷ ২০১১ সাল থেকে মুম্বইয়ের হয়ে খেলছেন তিনি৷ ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেললেও ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নির্বাসিত হয়েছিল৷ সেই সময় ধোনি পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন৷ সেই কারণে একটি দলের হয়ে সব থেকে বেশি ম্যাচের তালিকায় কোহলি শীর্ষে রয়েছেন৷

২০১১ সাল থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে ১৯৯টি ম্যাচে ৫০৮৪ রান করেছেন রোহিত৷ মুম্বইয়ের ক্রিকেটারদের মধ্যে তিনি সর্বাধিক রানের মালিক৷ কিন্ত্ত এবার রোহিতের ভূমিকায় বদল হয়েছে৷ পাঁচ বারের আইপিএল জয়ী আধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই৷ তাই এবার ব্যাটার হিসেবেই খেলছেন রোহিত৷