জল্পনার অবসান। অ্যাডিলেড টেস্টে খেলবেন রোহিত শর্মা। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে একথা জানালেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দনও জানান তিনি।
এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পর্যদস্তু হয়েছে ভারত। তার কয়েকদিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এহেন পারফরম্যান্স দেখে অবাক ক্রীড়াপ্রেমীরা। এএনআইকে শুক্লা বলেন, পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় সত্যিই অভাবনীয়। ভারতীয় বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও ভালো পারফরম্যান্স করেছেন এই ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা টিমে থাকবেন। তাঁর নেতৃত্বেই অজিদের বিরুদ্ধে মাঠে নামবে মেন-ইন-ব্লু।
দ্বিতীয় সন্তানের জন্মের পর ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে নেট প্র্যাকটিসে যোগ দিয়েছে রোহিত শর্মা। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় অভাবনীয় পারফরম্যান্স ধরে রাখাই টার্গেট রোহিতের। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। যদিও মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। অজি বোলিংয়ের সামনে নীতিশ রেড্ডি এবং পন্থ কিছুটা রুখে দাঁড়ালেও বাকিরা দাঁড়াতেই পারেননি।
নীতিশকুমার রেড্ডি ৫৯ বলে ৪১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং একটি ছক্কা। অন্যদিকে পন্থ ৭৮ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা। ষষ্ঠ উইকেটে ৪৮ রানের মূল্যনাম পার্টনারশিপ গড়ে তোলেন এই জুটি। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হ্যাজেলউড ২৯ রানে ৪ উইকেট নেন। প্যাট কামিন্স, মিচেল মার্শ ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নেন।
অন্যদিকে মাত্র ১০৪ রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মিচেল স্টার্ক ২৬ এবং অ্যালেক্স ক্যারি ২১ রান করেন। ভারতের হয়ে জশপ্রীত বুমরা ১৮ ওভারে ৩০ রানে ৫ উইকেট ও হর্ষিত রানা ৪৮ রানে ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ে তোলে ভারত। কে এল রাহুল ১৭৬ বলে ৭৭ রান করেন। যশস্বী জয়শওয়াল ২৯৭ বলে ১৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিরাট কোহলি ১৪৩ বলে ১০০ রান করেন। কোহলির ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা। ৬ উইকেড়ে ৪৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলার ছিলেন নাথান লায়ন (২/৯৬)। কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড একটি করে উইকেট নেন।
৫৩৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় অজিরা। ট্রাভিস হেড (১০১ বলে ৮৯, আটটি চার) ও মিচেল মার্শ (৬৭ বলে ৪৭, তিনটি চার ও দুটি ছক্কা) কিছুটা মুখরক্ষা করেন। দ্বিতীয় ইনিংসে বুমরা (৩/৪২) ও সিরাজ (৩/৫১)-এর পারফরম্যান্স ছিল নজরকাড়া। এছাড়া ওয়াশিংটন সুন্দর দু’টি এবং নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা একটি করে উইকেট নেন। আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক জশপ্রীত বুমরা।