• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

পরিচ্ছন্ন আবহাওয়ায় রোহিত ও স্টিভ স্মিথরা মুখোমুখি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের পাখির চোখ। অবশ্য তার আগে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত ব্রিগেড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতের পাখির চোখ। অবশ্য তার আগে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত ব্রিগেড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই এবারে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই লড়াই করতে নামছে ভারত। দুই দলের সামনেই ফাইনালে খেলার স্বপ্ন। তাই আজ মাঠে নামছে দুই দল। ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। তবে গ্রুপের বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। নকআউট পর্বে নামার আগে খুব বেশি খেলার সুযোগ পায়নি স্টিভ স্মিথরা। সেখানে ম্যাচের মধ্যে রয়েছে ভারত।

তাছাড়া চোটের জন্য প্রথম দলের একাধিক খেলোয়াড় নেই। তবে বড় মঞ্চে জ্বলে ওঠার মতো সুনাম রয়েছে অস্ট্রেলিয়া দলের। ২০২৩ বিশ্বকাপ যার অন্যতম উদাহরণ। ভারতের মাটিতে ফেভারিটদের হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়। ৫০ ওভারের ম্যাচে সেই শেষবার মুখোমুখি হয় দুই দেশ। ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় তারা। তবে সেই দলের সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড। হঠাৎই অবসর নেন মার্কাস স্টোইনিস। চোটের জন্য নেই মিচেল মার্শও।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সাক্ষাতে ২-১ এ এগিয়ে ভারত। দুই দলের চারবার সাক্ষাৎ হয়েছে। একটি ম্যাচ ড্র হয়। তবে সার্বিক পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিকে দুই দলের মধ্যে ১৫১ বার সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ৮৪ বার জিতেছে অজিরা। ভারত ৫৭টি ম্যাচ জিতেছে। ১০টি ম্যাচে ফয়সালা হয়নি। পাকিস্তানে বৃষ্টির জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গিয়েছে। যা নিয়ে পিসিবির তীব্র সমালোচনা চলছে। দুবাইয়ে অবশ্য তেমন সম্ভাবনা নেই। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে।