হঠাৎই ক্রিকেটার রোহিত শর্মা নিজেই অনুরোধ করলেন ভারতীয় দলের নতুন নেতা খুঁজতে। তিনি আর ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটনটা নিতে চান না। অস্ট্রেলিয়া সফর শেষে অধিনায়ক রোহিত শর্মা দেশে ফিরে আসার পরে বোর্ডের কর্মকর্তারা আলোচনায় বসেছিলেন। তখনই রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কী ধরনের দলকে নেতৃত্ব দিতে চান। সেই সময় রোহিত তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
রবিবার বোর্ডের সভায় কর্মকর্তাদের সঙ্গে হাজির ছিলেন প্রধান নির্বাচক অডিত আগরকর, কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের কথা শোনার পরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে যশপ্রীত বুমরার নাম নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। বুমরার ব্যাপারে কারও আপত্তি নেই। তবে জানা গেছে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল অংশ নেবে। আগামী জুন মাসে ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। সেই সময় অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলে-তিনি বেশ কয়েক বছর খেলতে পারেন সেটা দেখবার বিষয়। এবারের অস্ট্রেলিয়া সফরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এমন সম্পর্ক তৈরি হয়েছিল, তখন সিডনিতে পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগে লাল বল ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।