রোহিত লড়াকু মনোভাব নিয়েই আজ মাঠে নামছেন

নিউইয়র্ক— টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার মাঠে নামছে রোহিত শর্মার ভারতীয় দল৷ দলের সঙ্গে বিরাট কোহলি যোগ দেওয়ার পরেই ড্রেসিং রুমের চেহারা অনেকটাই বদলে গেছে৷ অবশ্য তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রস্ত্ততি ম্যাচে অংশ নেননি৷ কিন্ত্ত তবুও বিরাট দলে থাকা মানেই বিরাট ভরসা৷ আইপিএল ক্রিকেটে তিনি যেভাবে বেঙ্গালুরু দলের হয়ে বড় রান উপহার দিয়েছেন, তাতেই বোঝা গিয়েছে, বিরাট কোহলি তাঁর জায়গা ধরে রেখেছেন৷ সেই ভাবনাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিনি কি বড় রান উপহার দেবেন? দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিরাটের ব্যাট দেখতে৷ এখানেও বিরাট কোহলির জনপ্রিয়তা একেবারে শীর্ষে৷ কোহলিকে দেখার জন্য দর্শকদের টিকিট কেনার আগ্রহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি এখনও শিরোনামে রয়েছেন৷

এদিকে, এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কি ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিকে, নাকি রোহিতের সঙ্গে শুরুতে ব্যাট হাতে নামবেন যশস্বী জয়সওয়াল? এই প্রশ্নই ঘুরছে ভারতীয় সমর্থকদের মনে৷ বিশ্বকাপের প্রথম ম্যাচ অংশ নেওয়ার আগে পর্যন্ত সেই বিষয়ে ধোঁয়াশা রাখলেন দলের কোচ রাহুল দ্রাবিড়৷

নিউ ইয়র্কে ভারতীয় দলের অনুশীলন শেষে দ্রাবিড় সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে বিকল্প রয়েছে৷ এখনই হাতের তাস ফেলছি না৷ আমাদের মাথায় নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে৷ সব রকম বিকল্পই আমরা তৈরি রাখছি৷ পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী সিদ্ধান্ত নেব যে তিন জনের মধ্যে কোন দু’জন ওপেন করতে নামবে৷’


প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে নাসাই কাউন্টি স্টেডিয়ামে ভারত খেলতে নামবে তার পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ যদিও দ্রাবিড় এখনই পিচ নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না৷ তিনি বলেন, ‘আমরা তিন দিন অনুশীলন করেছি৷ তৃতীয় দিন পিচ অনেকটা ভাল ছিল৷ তাই এখনই এই পিচ খারাপ না ভাল সেটা বলব না৷ যে পরিস্থিতিই হোক না কেন, তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে৷ অজুহাত দিয়ে কিছু হবে না৷’

প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড৷ তুলনায় সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকা মনে করছেন না দ্রাবিড়৷ তিনি বলেন, ‘আমরা যে ভাবে পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগে প্রস্তুতি নিই, ঠিক সেই ভাবেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের তৈরি করব৷ কারণ, কয়েক দিন আগেই আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে৷ ওরা এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলে৷ তাই ওদের হালকা ভাবে নেওয়া যাবে না৷ ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব৷’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, যে কোনও লড়াইয়ে প্রতিপক্ষকে হালকা চালে নেওয়া ঠিক নয়৷ তাই আমরাও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেব আয়ারল্যান্ডকে৷ প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার অর্থই আত্মবিশ্বাসকে বাড়িয়ে রাখা৷ তাই লড়াকু মনোভাব নিয়েই মাঠে নামব এবং জয় ছিনিয়ে নেব৷
রোহিতদের প্রথম ম্যাচে কি বৃষ্টি থাবা বসাতে পারে? ভারতের ক্রিকেট সমর্থকেরা অবশ্য বুধবারের পূর্বাভাস দেখে আশ্বস্ত হতে পারেন৷ আপাতত যা অবস্থা, তাতে বুধবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ নির্বিঘ্নে আয়োজন করা যাবে বলে জানানো হয়েছে৷ যদিও ম্যাচের সময় আকাশে মেঘ থাকবে৷ কিন্ত্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই৷