আকাশ আম্বানীর গাড়িতে রোহিত!

মুম্বই– টানা তিন ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে কিছুটা স্বস্তির হাওয়া মুম্বই শিবিরে৷ কিন্ত্ত হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মাকে নিয়ে অধিনায়কত্বের টালবাহানা এখনও চলছে৷ তার মধ্যেই মুম্বই মালিক আকাশ আম্বানীর গাড়িতে দেখা গেল রোহিতকে৷ যা নতুন করে জল্পনা জাগিয়ে তুলছে৷

বৃহস্পতিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে হার্দিক পাণ্ডিয়ার দল৷ প্লে অফের অঙ্কে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে মুম্বইকে৷ আগের ম্যাচ দিল্লিকে হারানোর পর যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁরা৷ কিন্ত্ত অধিনায়ক হিসেবে ভক্তদের সম্মান পেতে হলে এখনও অনেকটা পথ হাঁটতে হবে হার্দিককে৷ অনেক সমর্থক আজও নেতা হিসেবে দেখতে চান রোহিতকেই৷ সেই আবহে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল আকাশ আম্বানীর গাড়িতে৷

বুধবার মুম্বই মালিকের গাড়িতেই প্র্যাক্টিসে আসেন মুম্বই অধিনায়ক৷ সঙ্গে সঙ্গে ভক্তরা ঘিরে ধরেন তাঁকে৷ যা নিয়ে ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা৷ তবে কি ফের রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে? সোশ্যাল মিডিয়ায় ক্রমশ বেড়ে চলেছে সেই আলোচনা৷ আগে হার্দিকের সঙ্গে মুম্বই মালিকদের সম্পর্ক ভালোই ছিল৷ কিন্ত্ত টানা হারের পর কি সেই সম্পর্কে চিড় ধরেছে? রোহিত-আকাশকে এক গাড়িতে আসতে দেখে অনেকেই সেই সমীকরণকে সামনে রাখছেন৷ কদিন আগেও ম্যাচ হারার পর ডাগ আউটে দু’জনকে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়৷ যদিও দুই পক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি৷


অন্যদিকে মুম্বইয়ের অল-রাউন্ডার টিম ডেভিড উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হার্দিক পাণ্ডিয়ার৷ হারের হ্যাটট্রিকের পর দলের আত্মবিশ্বাস যে তলানিতে যায়নি, তার সবচেয়ে বড় কারণ মুম্বই অধিনায়ক৷ এমনটাই মনে করেন ডেভিড৷ তিনি বলেন, “হার্দিক মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ ও আঠার মতো গোটা টিমকে এক সঙ্গে ধরে থাকে৷ যার ফলে আমরা অনেক স্বাধীন ভাবে খেলতে পারি৷” বেঙ্গালুরুর বিরুদ্ধেও কি দর্শকদের মন জিততে পারবেন হার্দিক? পথটা একেবারেই সহজ নয় মুম্বই অধিনায়কের জন্য৷