• facebook
  • twitter
Friday, 4 April, 2025

মুম্বইয়ে ফিরতেই রোহিতকে রাজকীয় সংবর্ধনা

খুব সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স দলে হিটম্যানকে বিশেষ জায়গা দেওয়া হবে। গত বছর মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করেন হার্দিক পাণ্ডিয়া।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা দেশে ফিরলেন। দেশে ফিরতেই ভারতীয় অধিনায়ককে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেওয়া হল। রোহিতের গাড়ির চারপাশে বিশাল জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। সমর্থকরা রোহিতের জয়ধ্বনিতে পুরো এলাকাটি মুখর করে তুলেছিলেন। সকলেই রোহিতকে দেখে ‘ইন্ডিয়া কা রাজা’ বলে চিৎকার করছিলেন। ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ফাইনালে ভারত হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে।

রোহিত শর্মা মুম্বইতে প্রত্যাবর্তনে সবাই উৎসবে মেতে উঠেছিলেন। হিটম্যান রোহিত নিজের গাড়িতেই বাড়ি ফিরছিলেন। সেই গাড়িকে ঘিরে উৎসাহীদের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। অধিনায়কের গাড়ির পিছনে বেশ কয়েকজন পুলিশ ভিড় সামলাচ্ছিলেন। তারই মাঝে গাড়ির ভিতর থেকেই রোহিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। পাশাপাশি, শুভমন গিলকেও অভ্যর্থনা জানাতে ভুল করেননি সমর্থকরা। ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পর এবারে রোহিত শর্মা ২০২৫ আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দেবেন।

খুব সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স দলে হিটম্যানকে বিশেষ জায়গা দেওয়া হবে। গত বছর মুম্বইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করেন হার্দিক পাণ্ডিয়া। তার আগে টানা বেশ কয়েক বছর এই দায়িত্ব পালন করেছিলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা ১৫টি ম্যাচে মোট ৪১৭ রান করেছিলেন। এর মধ্যে একটি শতরান ও একটি অর্ধ শতরান ছিল। তবুও গত মরশুমে মুম্বই দলের অবস্থান ছিল পয়েন্টের খতিয়ানে একেবারে নীচে।

News Hub