মুম্বই– ৩৬ পেরিয়ে ৩৭-এ পা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা৷ হিটম্যানের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছা জোয়ার সোশ্যাল মিডিয়াতে৷ রোহিত শর্মার নামের সঙ্গেও জুড়ে একাধিক রেকর্ড ও মাইলস্টোন৷ কেরিয়ার জুড়ে গুচ্ছ গুচ্ছ রেকর্ড সৃষ্টি করেছেন হিটম্যান৷ রোহিতের জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের সেরা পাঁচটি রেকর্ড৷
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে রোহিতের৷ ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর করা ২৬৪ রান এখনও একদিনের ক্রিকেটে ব্যর্তিগত সর্বোচ্চ রান৷ প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে শতরান করেছিলেন রোহিত৷ ২০০৬-০৭ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এই রেকর্ড গডে়ন৷ ২০১৯ সালের একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা মোট পাঁচটি শতরান করেছিলেন৷ রোহিতই একমাত্র ক্রিকেটার, যিনি একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে রেকর্ড গডে়ছেন৷
বিশ্ব ক্রিকেটে রোহিতই সবথেকে বেশি ছক্কার মালিক ৷ ‘হিটম্যান’ তাঁর কেরিয়ারে মোট ৫৯৭টি ছক্কা মেরেছেন৷ এছাড়াও আইপিএলের অধিনায়ক হিসেবে পাঁচবার ট্রফি জিতেছেন৷ মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর অন্য কোনও অধিনায়কের এই কৃতিত্ব নেই৷ মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে৷ সোমবার রাতেই প্রাক্তন অধিনায়কের জমকালো জন্মদিন উদযাপন করেছে মুম্বই শিবির৷ আইপিএলের সব থেকে সফলতম অধিনায়কের নাম রোহিত শর্মা৷ ৫বার দলকে চ্যাম্পিয়ন করেছেন হিটম্যানের৷ তাঁর জন্মদিন যে দলের কাছে স্পেশ্যাল তা বলার অপেক্ষা থাকে না৷
২০০৮ যখন প্রথম আইপিএল শুরু হয় সেই সময় মুম্বই দলের প্রথম অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর৷ তারপর রিকি পন্টিং দায়িত্ব নিলেও মুম্বইকে সেভাবেব সাফল্য দিতে পারেননি৷ অবশেষে ২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়কত্বের ভার দেওয়া রোহিতকে৷ হিটম্যান ২০১১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন৷ ২০১৩ সালে রোহিতের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়৷ তারপর থেকে ইতিহাস গডে়ছে মুম্বই৷
ভারতীয় বোর্ডের পক্ষ থেকেও রোহিত শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে৷ রোহিতের কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে হিটম্যানকে৷ পাশপাশি রোহিতের আইপিএল মুম্বইয়ের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে৷
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও হিটম্যানকে শুভেচ্ছা জানানো হয়েছে৷ ইডেনে করা তাঁর ২৬৪ রানের ইনিংসকেই শুভেচ্ছা বার্তায় তুলে ধরা হয়েছে৷ ব্যক্তিগত রেকর্ড থাকলেও অধিনায়ক হিসেবে এখনও দেশকে আইসিসি ট্রফি দিতে পারেননি, সামনেই টি২০ বিশ্বকাপ, ৩৭ এসেই কি তবে অধরা মাধুরি ছুঁতে পারবেন রোহিত? অপেক্ষায় ভক্তরা৷