ভারতীয় ক্রিকেটের আইকন সুনীল গাভাসকার অস্ট্রেলিয়া সফর নিয়ে রোহিত ব্রিগেডকে সমালোচনা করলেন। শুধু সমালোচনা নয়, বেশ ক্ষুব্ধ। গাভাসকার বলেছেন, দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হওয়ার পরে ভারতীয় দলের ভুলত্রুটিগুলি কীভাবে শুধরানো যাবে! অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যখন পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে, তখন কেন প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত, এটা অবাক করার মতো কাণ্ড। ভারতীয় দলের এই সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা মনে রাখতে হবে, এখানকার পরিবেশের সঙ্গে অস্ট্রেলিয়ার পরিবেশ এক হয় না। তাই যা খুশি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তা মানা যায় না।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারের পরেও ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নেটে অনুশীলন করবে, এটাই মানতে পারছেন না গাভাসকার। তিনি বলেন ‘পার্থে ভারত এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেক ক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটারেরা। যে কারণে ভারত বিদেশের বার বার মাটিতে প্রথম টেস্ট হারে। তার পর সিরিজ়ে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।’
গাভাসকারের অভিমত, ‘এটা ঠিক ভারত এ দলের বোলারেরা হয়তো মূল দলের ব্যাটসম্যানদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। প্রথম সারির ব্যাটসম্যানদের চোট লাগুক সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ নেটে এক জন ব্যাটসম্যান তিন-চার বার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্ত ভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলারেরাও একটা ছন্দ পায়।’
২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাসকার ট্রফি। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে দল। অর্থাৎ, ৫৭ দিন অস্ট্রেলিয়ায় থাকবে ভারতীয় দল। কিন্তু খেলবে মাত্র ২৭ দিন। সেটাও মেনে নিতে পারছেন না গাভাসকার। রোহিতদের অস্ট্রেলিয়ায় গিয়ে কমপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল, এমনই ধারণা প্রকাশ করেছেন সুনীল গাভাসকার।