• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

বাংলাদেশ যতই হুঙ্কার দিক, ভয় পাচ্ছে না রোহিত ব্রিগেড

সার্বিক দলগত শক্তি বা মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানের নিরিখে বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্রথম খেলায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে। দুবাইয়ের মাঠে সাজো সাজো রব। বৃহস্পতিবার এই খেলাকে ঘিরে টানটান উত্তেজনা।

বাংলাদেশের ক্রিকেটাররা আগ্রাসী ভূমিকা নিয়ে খেলার জন্য যেমন প্রস্তুত রয়েছেন, আবার ভারত দাপটের সঙ্গে যে কোনও চ্যালেঞ্জকে উড়িয়ে দিয়ে জয়ের কথা বলছে। স্বাভাবিকভাবে প্রথম ম্যাচ বলতেই চাপের মধ্যে থাকতে হয়। ভারত এই মুহূর্তে দারুণভাবে আত্মবিশ্বাসী। ইংল্যান্ড দলকে একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে হারিয়ে সিরিজ জিত্ছে ভারত। তাই ভারতীয় দলের ক্রিকেটাররা দুরন্ত খেলা উপহার দেওয়ার জন্য তৈরি রয়েছেন। তবে, ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত, তিন ধরনের ক্রিকেটের মধ্যে বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভালো সাফল্য দেখাতে পেরেছে। হয়তো সেই কারণেই বাংলাদেশ হুমকি দিতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে। তবে, কোনও হুমকিতেই ভারতের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মারা ভয় পাচ্ছেন না।

সার্বিক দলগত শক্তি বা মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানের নিরিখে বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। তবু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় প্রথম প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। ভারতীয় শিবিরও তা বিলক্ষণ জানে। নাজমুল হোসেন শান্তর দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে নিশ্চিত ভাবে কাটা ছেঁড়া করবে ভারতীয় শিবির। দেখে নেওয়া যাক ক্রিকেটের কোন বিভাগে শক্তিশালী বাংলাদেশ। কোন ক্ষেত্রে শান্তেরা পিছিয়ে।
বাংলাদেশ যতই তাদের কথা বলুক না কেন, ভারত কিন্তু যে কোনও মুহূর্তে সেরা খেলা উপহার দিতে জানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৩ সালে বাংলাদেশ জিতেছিল। কিন্তু ২০১৭ সালে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে।

রোহিত শর্মা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলে নিতে চাইছেন। আসলে ভারতীয় দলে রোহিত ও কোহলির অভিজ্ঞতাই কথা বলবে। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এই দুই ক্রিকেটারের কাছ থেকে বড় রান আশা করা যেতেই পারে। অল রাউন্ডারের ভূমিকায় হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারবেন বলে বিশ্বাস। তবে ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে জায়গা পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। দুবাইয়ের পিচে বরুণ চক্রবর্তী কী করতে পারেন, সেটাও ভাবার বিষয়। এমন হতে পারে, প্রথম একাদশে কুলদীপ যাদব যদি জায়গা পেয়ে যান, তাহলে কুলদীপের কাছে অন্য পরীক্ষা হবে। আবার মহম্মদ শামি ভারতীয় দল জায়গা পেয়েছেন। চোট সারিয়ে ফর্মে ফিরে আসার চেষ্টায় কোনও ত্রুটি নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ শামি যদি ভালো বল করতে না পারেন, তাহলে কিন্তু আগামী ম্যাচগুলিতে তাঁর ঠাঁই পাওয়া নিয়ে কথা উঠবে। ভারতের দুর্বলতা বলতেই যশপ্রীত বুমরার দলে না থাকাটা। সেটা কীভাবে ভরাট করা হবে, তা নিয়ে অধিনায়কের মধ্যে নিশ্চয়ই আলোচনা হবে।

News Hub