• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিউইয়র্কে অনুশীলনে রোহিত ব্রিগেড

নিউইয়র্ক— হাতে মাত্র আর দুটো দিন৷ আগামী পয়লা জুন থেকে আমেরিকায় শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা৷ ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো পেঁৗছে গিয়েছে৷ অনুশীলন পর্বে খেলোয়াড়রা ব্যস্ত হয়ে উঠেছেন৷ আবার কোনও কোনও দল প্রস্ত্ততি ম্যাচে অংশ নিচ্ছে৷ ভারতীয় দলের খেলোয়াড়রা পেঁৗছে গিয়ে বুধবার অনুশীলনে নেমে পড়েছে৷ রোহিত শর্ম সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে এই অনুশীলনে দেখতে

নিউইয়র্ক— হাতে মাত্র আর দুটো দিন৷ আগামী পয়লা জুন থেকে আমেরিকায় শুরু হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা৷ ইতিমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো পেঁৗছে গিয়েছে৷ অনুশীলন পর্বে খেলোয়াড়রা ব্যস্ত হয়ে উঠেছেন৷ আবার কোনও কোনও দল প্রস্ত্ততি ম্যাচে অংশ নিচ্ছে৷ ভারতীয় দলের খেলোয়াড়রা পেঁৗছে গিয়ে বুধবার অনুশীলনে নেমে পড়েছে৷ রোহিত শর্ম সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে এই অনুশীলনে দেখতে পাওয়া গিয়েছে৷ হার্দিক পাণ্ডিয়া দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে ছোটাছুটি শুরু করেছেন৷ তবে এখনও পর্যন্ত বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দেননি৷ আগামী পয়লা জুন ভারতীয় দল প্রস্ত্ততি ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে৷ ওই প্রস্ত্ততি ম্যাচে বিরাট কোহলিকে পাওয়া যাচ্ছে না৷

রোহিত শর্মার নেতৃত্বে ও কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে খেলোয়াড়রা অনুশীলন করেছেন৷ জশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও অন্যান্যরা অনুশীলনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন৷ ভারতের প্রথম ম্যাচ আগামী ৫ জুন আয়ারল্যান্ডের সঙ্গে৷ অনুশীলনের সময় দেখা গেল সূর্যকুমারদের ফুটবল খেলতেও৷ রবীন্দ্র জাদেজা বলেন, এই প্রথম ক্রিকেট খেলতে এলাম নিউইয়র্কে৷ বেশ ভালো লাগছে একটা নতুন পরিবেশের সঙ্গে বন্ধুত্ব পাতানো গেল৷ খেলার পাশে এখানকার পরিবেশের সঙ্গেও নিজেদের মিলিয়ে নিতে চেষ্টা করছি৷ বুধবার প্রথম গ্রাউন্ড সেশনে আমরা মিলিত হয়েছিলাম৷ আশা করব এখানকার আবহাওয়ার সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারব এবং ভালো খেলার চেষ্টা করব৷ বিশেষ সূত্রে জানা গেছে, খুব সম্ভবত বিরাট কোহলি বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দেবেন৷

এদিকে এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন৷ প্রথম ম্যাচে খেলবে আয়োজক আমেরিকা ও কানাডা৷ এবারের প্রতিযোগিতায় দলের সংখ্যাও বেড়েছে৷ আগে খেলতো ১৬টি দল আর এবারে খেলছে ২০টি দল৷ সেই কারণে ক্রিকেট জগতে এমন কিছু দেশের নাম সেই অর্থে জানা নেই তারাও খেলবার সুযোগ পাচ্ছে এবারের বিশ্বকাপে৷ ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে৷ অর্থাৎ প্রতি গ্রুপে ৫টি করে দল থাকছে৷ পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপের প্রথম দুটি করে দল সুপার আটে খেলবার ছাড়পত্র পাবে৷ সেখান থেকে প্রথম দুটি করে দল সেমিফাইনালে খেলবার জায়গা পাবে৷ এই আটটি দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে৷ যদি কোনও ম্যাচ টাই হয়ে যায় বা ভেস্তে যায় তাহলে কি হবে? তখন একটি সুপার ওভার খেলতে হবে দুই দলকে যখন ম্যাচটা টাই হয়ে যাবে৷ আবার যদি সুপার এইটে কোনও ম্যাচ আবহাওয়ার কারণে ভেস্তে যায় তাহলে ৫ ওভার খেলা করিয়ে ফল নির্ধারণ করা হবে৷ সেমি ফাইনাল বা ফাইনালে বৃষ্টিতে ম্যাচ না হলে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তাতে বলা হয়েছে অতিরিক্ত ১৯০ মিনিট অপেক্ষা করতে হবে৷ তার মধ্যে যদি খেলা শুরু হয় সেক্ষেত্রে ২০ ওভারের খেলা হবে৷ প্রথম সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে৷ কিন্ত্ত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের জন্য কোনওরকম অতিরিক্ত দিন ধার্য করা হয়নি৷