• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

ইংল্যান্ড সফর আগে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাদের পারফরম্যান্স খুব সমালোচনার ঝড় উঠেছে।

ফাইল চিত্র

সামনেই ভারতের ক্রিকেট দলের ইংল্যান্ড সফর রয়েছে। তার আগে অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা আইপিএল ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে খেলছেন। স্বাভাবিকভাবে তাঁরা খেলার মধ্যেই রয়েছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে সিনিয়র দল গঠন করা হবে। তাই রোহিতরা এই প্রস্তুতি ম্যাচ খেলেই ইংল্যান্ডে পাড়ি দেবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টিস্ট সিরিজ দিয়ে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারত। প্রথমেই নিউজিল্যান্ডের কাছে ভারতের মাটিতে সিরিজ হারিয়েছেন রোহিতরা। তারপরে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় দল। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র হাতে আসেনি রোহিত শর্মাদের। সেই কারণেই আসন্ন ইংল্যান্ড সফর ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নয়, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নির্ভর করছে এই ইংল্যান্ড সফর।

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাদের পারফরম্যান্স খুব সমালোচনার ঝড় উঠেছে। এমনকি এই সমালোচনার চাপে এঁরা প্রত্যেকেই চাপে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে যদি নিজেদের পারফরম্যান্সে তুলে ধরতে না পারেন, সেক্ষেত্রে সিনিয়র ক্রিকেটারদের বর্ণময় ক্রিকেট জীবনের উপরে একটা ইতি এসে যেতে পারে। প্রথমে কথা ছিল ইংল্যান্ড সফরের আগেই ভারতীয় দল কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাছাড়া আরেকটি ম্যাচ বিরাট কোহলিদের খেলার কথা ছিল ইন্ডিয়ান ‘এ’ দলের বিরেুদ্ধে।

বেকেনহ্যামে ভারতীয় সিনিয়র ও ‘এ’ দলের ম্যাচটা হবে ক্লোজড ডোরে। এই ম্যাচটি সম্প্রচারিত হতে পারে। তবে ভারতীয় ক্রিকেটাররা চান না, এই ম্যাচটা দর্শকদের হাতে তুলে ধরা। ২০ জুন থেকে হেডিংলিডে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তার আগে অবশ্য ভারত প্রস্তুতি ম্যাচ খেলে ফেলবে। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত সিরিজ জিততে পারেনি। ২০২১-২২ মরশুমে সিরিজ জয়ের পরিস্থিতি তৈরি করেও ভারত শেষ পর্যন্ত সিরিজ জিততে পারেনি। একটা সময় ভারতীয় দল ২-১ ম্যাচে এগিয়ে ছিল।

কিন্তু পরবর্তীতে একটি ম্যাচ হেরে গিয়ে সিরিজের ফলাফল হয় ২-২। কিন্তু এবার দেখার বিষয় রোহিত-বিরাট ও রবীন্দ্র জাদেজারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, এই প্রশ্নটাই এখন বড় করে দেখা দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা প্রমাণ করে দিয়েছেন, ফর্ম থেকে তাঁরা হারিয়ে যাননি। যার ফলে তাঁদের গুরুত্ব এখন ভারতীয় দলে রয়েছে। শুধু তাই নয়, বিরাট কোহলি নিজে বলেছেন, ২০২৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে শুধু খেলতেই চান না, ট্রফিটা ভারতে নিয়ে আসতে চান।