দিল্লি– প্লে অফ হবে, না হবে না? আশা আশঙ্কায় যখন দুলছে টিম, তখনই খারাপ খবর৷ হাতে আর ২টো ম্যাচ৷ লিগ টেবলের অবস্থান বলছে ৫-এ দাঁডি়য়ে রয়েছে রাজধানীর টিম৷ পরের ২টো ম্যাচ জিতলেও অঙ্ক থাকবেই৷ সেই অঙ্ক মেলানোর আগেই ক্যাপ্টেন নির্বাসিত৷ আইপিএলের নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য জরিমানা হয় টিমের ক্যাপ্টেনের৷ ২ বার হলে জরিমানা, তৃতীয় বার হলে নির্বাসন৷ দিল্লি ক্যাপিটালসের দোদুল্যমান পরিস্থিতিতে ক্যাপ্টেন ঋষভ পন্থ পরের ম্যাচ, আরসিবির বিরুদ্ধে খেলতে পারবেন না৷ পন্থ শুধু টিমের ক্যাপ্টেন নন৷ একইসঙ্গে নিজের পারফরম্যান্স দিয়ে মোটিভেট করছেন সতীর্থদের৷ তাঁর না থাকা নিশ্চিত ভাবেই দলকে দূর্বল করে দেবে৷
এই নিয়ে মোট ৩ বার স্লো ওভার রেটের জন্য জরিমানা হল দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থের৷ আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে কোনও দলের প্রথম বার স্লো ওভার রেটের জন্য জরিমানা হলে ক্যাপ্টেনকে দিতে হল ১২ লক্ষ টাকা৷ দ্বিতীয় বার এই অপরাধ করলে ক্যাপ্টেনকে দিতে হয় ২৪ লক্ষ টাকা৷ আর তৃতীয় বার একই অপরাধ করলে ৩০ লক্ষ টাকা আর্থিক জরিমানার পাশাপাশি একটি ম্যাচ নির্বাসিত হন ক্যাপ্টেন৷
স্লো ওভার রেটের জন্য একা ক্যাপ্টেনের দায় থাকে না৷ কিন্ত্ত আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও দল দু’বার এই নিয়ম ভঙ্গ করলে জরিমানা ক্যাপ্টেনের হয়৷ আর তৃতীয় বার একই ভুলের পুনরাবৃত্তি হলে দলের সকলকে ক্ষতিপূরণ দিতে হয়৷ এ বার অবশ্য পুরো দলও পন্থের পাশাপাশি শাস্তি পেয়েছে৷ ঋষভ ছাড়া দিল্লির প্লেয়িং ইলেভেনে থাকা বাকি ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্লেয়ারদের ১২ লক্ষ বা তাঁদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ আর্থিক জরিমানা হয়েছে৷
আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ৮ অনুসারে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল দায়ের করেছে৷ এর পরে, আপিলটি পর্যালোচনার জন্য বিসিসিআই ওম্বুডসমানের কাছে পাঠানো হয়েছিল৷ ওম্বুডসমান একটি ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিশ্চিত করেন যে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত৷