ষষ্ঠ স্থানে ঋষভ, নেমে গেলেন রোহিত ও বিরাট

ফাইল চিত্র

দুর্ঘটনার পরে মাঠে ফিরে এসেই ঋষভ পন্থ বড় পুরস্কার পেয়ে গেলেন। ৬৩২ দিন পরে টেস্ট খেলতে নেমে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। এই শতরানের ফলে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতের ঋষভ। তবে কয়েকধাপ নেমেছেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা।

এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন পন্থ। ফলে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে ছ’নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে যশস্বী জয়সওয়ালেরও। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রান করেছেন তিনি। ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছেন তিনি।

ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের আরও এক ব্যাটসম্যানের। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করেছেন শুভমন গিল। ফলে পাঁচ ধাপ উঠেছেন তিনি। আগে ১৭ নম্বরে স্থান ছিল তাঁর। নতুন ক্রমতালিকায় তিনি ১২ নম্বরে।


পিছিয়ে পড়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারত অধিনায়ক আগে পঞ্চম স্থানে ছিলেন। সেখান থেকে এক ধাক্কায় ১০ নম্বরে নেমে গিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৫ রান করেছেন রোহিত। তাই নেমে গেছেন। রোহিতের রেটিং পয়েন্ট ৭১৬। বিরাট বাংলাদেশের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ১৭ রান করেছেন। তিনি সাত থেকে ১২ নম্বরে নেমেছেন। বিরাটের রেটিং পয়েন্ট ৭০৯।

ক্রমতালিকার শীর্ষেই রয়েছেন জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৯। প্রথম দশে থাকা বাকি ক্রিকেটারেরা হলেন—কেন উইলিয়ামসন (দ্বিতীয়) ও ড্যারিল মিচেল (তৃতীয়), স্টিভ স্মিথ (চতুর্থ), উসমান খোয়াজা (সপ্তম), মহম্মদ রিজ়ওয়াম (অষ্টম) ও মার্নাশ লাবুশেন (নবম)।