• facebook
  • twitter
Tuesday, 25 March, 2025

ইডেনে রিঙ্কু-রাসেলরা অনুশীলনে ব্যস্ত

শুরুতে কলকাতা ওপেনার হিসেবে কুইন্টন ডি’কক ও সুনীল নারিনকে ব্যবহার করতে পারে। তিনে অঙ্গকৃশ রঘুবংশী, মিডল অর্ডারে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার।

নিজস্ব চিত্র

আর সামনে কয়েকটা দিন বাকি আইপিএল শুরু হতে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করছে। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তাঁদের তৃতীয় আইপিএল খেতাব জিতেছিল শাহরুখ খানের দল। এবার নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বে ‘বারবার, আবার, চারবার’ স্লোগানে মুখর হবে কলকাতা।

এবারও আইপিএলে কেকেআরের তুরুপের তাস দুই ক্যারিবিয়ান- সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। রেকর্ড ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় মেগা নিলামে ভেঙ্কটশ আইয়ারকে কিনে তাঁর ওপর অনেক আশা কলকাতার। অধিনায়ক রাহানে এবার বড় কিছু করে দেখাতে পারেন, এমন প্রত্যাশা রয়েছে নাইট সমর্থকদের। জাতীয় দলে নজর কাড়া পারফরম্যান্স করে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী-রা এবার কলকাতার বোলিং আক্রমণে বড় ভরসা। দুই স্পেশালিস্ট পেসার, তিন স্পিনার লড়াই করবেন।

প্রোটিয়া পেসার নোখিয়া, কিংবা অজি স্পিডস্টার স্পেন্সার জনসন এবার আশার আলো দেখাচ্ছেন। গত কয়েক মরসুমে কেকেআরের পেস বোলিং দলকে ডুবিয়েছে। এবার তার ব্যতিক্রম হতে পারে। রাহানের সঙ্গে ওপেনার হিসেবে কেকেআরের কাছে দুটি অপশন থাকছে। একজন- দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি’কক, আরেকজন আফগানিস্তানের রহমুল্লাহ গুরবাজ। দুজনেই উইকেট কিপিংও করেন। কলকাতার লোয়ার মিডল অর্ডারে রমণদীপ সিং, মণীশ পান্ডে, রাসেলরা বড় ফারাক গড়তে পারেন।

শুরুতে কলকাতা ওপেনার হিসেবে কুইন্টন ডি’কক ও সুনীল নারিনকে ব্যবহার করতে পারে। তিনে অঙ্গকৃশ রঘুবংশী, মিডল অর্ডারে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার। লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটার ও ফিনিশারের ভূমিকায় থাকছেন রমনদীপ সিং ও আন্দ্রে রাসেল। বোলিং ইউনিট দারুণ স্পিনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে থাকছেন বরুণ চক্রবর্তী। দুই পেসার হিসেবে হর্ষিত রানা ও নোখিয়া খেলতে পারেন। বাকি চার ওভার করবেন রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। নোখিয়ার পরিবর্ত হিসেবে স্পেনার্স জনসনকেও ভাবা হয়েছে।

কাশ্মীরের স্পিডস্টার উমরন মালিককেও পেস সহায়ক পিচে খেলানোর কথা ভাবা হতে পারে। তাই সবাই উদগ্রীব কলকাতার ম্যাচ দেখার জন্যে।