• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ভারতীয় দলে কেন জায়গা হল না তা নিয়ে মুখ খুললেন রিঙ্কু

দিল্লি— আইপিএল ক্রিকেটে হয়তো দুরন্ত পারফরমেন্স করতে পারেননি রিঙ্কু সিং৷ তবে অন্যান্য টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে রিঙ্কু সিং সবার নজর কেড়ে নিয়েছিলেন৷ তাঁর ব্যাট থেকে যেমন ছক্কা এসেছে তেমনি আবার চারের বন্যা বইয়েছেন৷ দর্শকদের কাছে রিঙ্কুর নাম নতুন ভাবে পরিচয় পেয়েছিল৷ এমনকি গত বছর আইপিএল ক্রিকেটে কলকাতা নাইটরাইডার্স দলের হয়ে ব্যাট করে জয় এনে দিয়েছেন

দিল্লি— আইপিএল ক্রিকেটে হয়তো দুরন্ত পারফরমেন্স করতে পারেননি রিঙ্কু সিং৷ তবে অন্যান্য টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে রিঙ্কু সিং সবার নজর কেড়ে নিয়েছিলেন৷ তাঁর ব্যাট থেকে যেমন ছক্কা এসেছে তেমনি আবার চারের বন্যা বইয়েছেন৷ দর্শকদের কাছে রিঙ্কুর নাম নতুন ভাবে পরিচয় পেয়েছিল৷ এমনকি গত বছর আইপিএল ক্রিকেটে কলকাতা নাইটরাইডার্স দলের হয়ে ব্যাট করে জয় এনে দিয়েছেন অনেক ম্যাচে৷ তাই তাঁকে বলা হত রিঙ্কু—ফিনিসার৷ কিন্ত্ত সেই রিঙ্কর এবারে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে জায়গা হয়নি৷ তবে রিজার্ভে রয়েছেন তিনি৷ যদি কোনও খেলোয়াড় কোনও কারণে ভারতীয় দল থেকে বাদ পড়ে যান তখনই তাঁর ডাক আসবে৷ তাই অপেক্ষায় থাকতে হবে রিঙ্কুকে৷ দলের সঙ্গে তিনি আমেরিকায় ঘুরে যাবেন৷ এবারে সেই রিঙ্কু মুখ খুললেন কেন তাঁর ভারতীয় দলে জায়গা হয়নি৷ সবারই মনে আছে ২০২৩ আইপিএল ক্রিকেটে পরপর ৫টা ছয় মেরে রিঙ্কু জনপ্রিয়তার শিখরে পেঁৗছে যান৷ এশিয়ান গেমসে ভারত ক্রিকেটে সোনা জিতেছিল, তার পিছনে বড় ভূমিকা ছিল রিঙ্কুর৷ জাতীয় দলে সুযোগ পেয়ে ১৫টি ম্যাচে রিঙ্কুর ব্যাট থেকে এসেছে ৩৫৬ রান৷ অর্থাৎ তাঁর গড় রান সংখ্যা ৮৯৷ এবারের আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে রিঙ্কুর অবদানকে কোনওভাবেই ছোট করে দেখবার জায়গা নেই৷

ভারতীয় দল থেকে রিঙ্কু বাদ পড়াতে ক্রিকেট বিশেষজ্ঞরা সমালোচনায় মুখর হয়েছেন৷ তাহলে কি অতীতের পারফরমেন্সের কোনও গুরুত্ব নেই৷ আইপিএল ক্রিকেটকেই গুরুত্ব দেওয়া হয়েছে৷ যদি তাই হয় সেক্ষেত্রে রিঙ্কু বাদ পড়তেই পারেন৷ কিন্ত্ত পালটা প্রশ্ন করা হয় আইপিএলে ফর্ম সেই অর্থে মহম্মদ সিরাজের ছিল না তিনি কিভাবে জায়গা পেলেন? এবারে যাবতীয় বিতর্ক থামিয়ে দিয়ে রিঙ্কু নিজে মুখ খুললেন৷ তাঁর মতে ভালো খেলেও সুযোগ না পাওয়াটা খুবই কষ্টের৷ এটা মনে রাখতে হবে টিম কম্বিনেশনের জন্য আমার জায়গা হয়নি৷ যে বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নেই সেখানে বিতর্ক তৈরি করে কোনও লাভ হয় না৷ অধিনায়ক রোহিত শর্মা আমাকে ডেকে বলেছিলেন, রিঙ্কু তুমি ভালো করে খেলো আবার ২ বছর বাদে বিশ্বকাপ রয়েছে৷ সেই বিশ্বকাপে তোমার জায়গা হবেই৷ তাই কষ্ট পাওয়ার কোনও দরকার নেই৷