• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

ছন্দহীন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উৎসব

গতবছর যখন ১০০ বছরের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন বিওএ’র সভাপতি স্বপন ব্যানার্জি ব্যক্তিগতভাবে অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি বেশকিছু অলিম্পিয়ান এসেছিলেন সূচনাপর্বে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় রাজ্য গেমস শুরু হচ্ছে ৭ এপ্রিল মালদহ সহ কলকাতা ও বর্ধমানে। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিওএ’র ১০০ বছর পূর্তি উৎসবের পাশে রাজ্য গেমসের সূচনা করা হয়। কিন্তু অবাক হতে হল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মার্চ পাস্টের আয়োজন করা হয়েছিল, তা একেবারে এলোমেলো। অনেকের গায়ে বিওএ’র দেওয়া গেঞ্জি দেখতে পাওয়া যায়নি। বোঝা যায়নি, কোন সংস্থার ছেলেমেয়েরা এই মার্চ পাস্টে অংশ নিয়েছেন। অবশ্য মঞ্চ থেকে বলা হচ্ছিল, এই সংস্থা এবার এগিয়ে আসছে। কিন্তু তাদের কাছে কোনওরকম সেই সংস্থার ফেস্টুন ছিল না। আবার এই শতবর্ষ পূর্তি উৎসবে বিওএ’র অনুমোদিত অ্যাসোসিয়েট সংস্থাগুলি কোনও জায়গা পায়নি। তাদেরকে জানানোও হয়নি এই উৎসবে আসার জন্য। হয়তো কোনও কোনও সংস্থার কোনও কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে জানানো হয়েছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়মে আসার জন্য।

কিন্তু তাঁদের একটাই উত্তর ছিল, যেখানে গত আট বছর ধরে নেতাজি সুভাষ রাজ্য গেমসে অংশ নিতে পেরেছেন, কিন্তু রাতারাতি এবারে তাদের বাদের তালিকায় রেখে দেওয়া হয়েছে। এই সংস্থার কর্মকর্তাদের অভিমত, তাহলে কেন, বিওএ’র সঙ্গে যুক্ত থাকার কী প্রয়োজন? আবার দেখা গেছে, বেশ কিছু সংস্থার কর্মকর্তাদের কাছে মার্চপাস্টে যাঁরা অংশ নেবেন, তাঁদের গেঞ্জি পরানো হয়নি। আবার অনেকেই বলেছেন, বেশ কিছু সংস্থার ছেলেমেয়েরা দুপুর ১২টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হলেও তাঁদের টিফিন দেওয়া হয়েছে বিকেল পাঁচটার পরে। আবার অনেকেই টিফিন না নিয়ে চলে গিয়েছেন। হয়তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মানুষের ভিড় থাকলেও তাঁদের মধ্যে কতজন সংস্থার প্রতিনিধি ছিলেন, তা হলফ করে বলা যাবে না। এই অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রণ পাননি, যাঁরা বিওএ’র সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।

তাঁদের মধ্যে অনেকেই বলেছেন, আশা করেছিলাম ১০০ বছর পূর্তি উৎসবে আমাদের ডাকা হবে। কিন্তু আমন্ত্রণ না পেয়ে হতাশই হয়েছি। পাশাপাশি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে কোনও অলিম্পিয়ানকে দেখতে পাওয়া গেল না। একমাত্র টেবল টেনিসে মৌমা দাসকে দেখা গিয়েছে। কারণ জাতীয় গেমসে দলগতভাবে পদক পাওয়া টেবল টেনিস দলের তিনি একজন প্রতিনিধি ছিলেন। অনেকেই আবার কলকাতার বাইরে রয়েছেন। কলকাতা ময়দানের বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা আমন্ত্রণ পাননি। তাঁদের মুখেই শোনা গিয়েছে, গতবছর যখন ১০০ বছরের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন বিওএ’র সভাপতি স্বপন ব্যানার্জি ব্যক্তিগতভাবে অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি বেশকিছু অলিম্পিয়ান এসেছিলেন সূচনাপর্বে।

কলকাতায় এই মুহূর্তে রয়েছেন অলিম্পিয়ান সোনাজয়ী হকি খেলোয়াড় গুরবক্স সিং। তাঁকে আমন্ত্রণ জানানো যেতেই পারত। প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরীকে অল্প সময়ের জন্য দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু তিনি মঞ্চে ডাক পাননি। আবার মঞ্চে ডাক পাননি বিওএ’র প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জিও। একবারের জন্যও তাঁর নাম শোনা গেল না। প্রদীপ প্রজ্বালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা উচিত প্রথমেই। কিন্তু দেখা গেল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে প্রদীপ প্রজ্বালন করা হল। আসলে অনুষ্ঠানের একটা রূপরেখা আগে থেকেই তৈরি করা উচিত ছিল। যার ফলে কোনও কিছু অঙ্ক কষে করা হয়নি।

এদিকে জানা গেছে, মালদহে যে সমস্ত ইভেন্টগুলি হবে, তার মধ্যে রয়েছে বক্সিং। কিন্তু খোলামাঠে বক্সিং হওয়া সম্ভব নয়। তাই বক্সিং সংস্থার পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা পরিদর্শনে গিয়েছিলেন মালদহে। সেখানে সমীক্ষা করে দেখা যায়, বক্সিংয়ের কোনও রিং নেই। তাই অন্য কোথাও রিংয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনওভাবেই মালদহে সেই ব্যবস্থা নেই। এই বিষয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে রাজ্য বক্সিং সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর তাদের কাছে পৌঁছয়নি। জেলাস্তরে আগেও রাজ্য গেমস অনুষ্ঠিত হয়েছে এবং সাফল্যের সঙ্গে তার পরিসমাপ্তি ঘটেছে। আশা করা যাচ্ছে, আসন্ন রাজ্য গেমস সফলভাবে অনুষ্ঠিত হবে।