• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

লেওয়ানডক্সির ঝড়ে রিয়ালের দর্পচূর্ণ

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনার মাঝমাঠের অন্যতম প্রতিভা ক্যাসাডোর ঠিকানা লেখা থ্রুকে নিখুঁত প্লেসিং করে দল কে এগিয়ে দেয় লেওয়ানডস্কি, তার কিছু পরেই আবারও বালদের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান তিনি।

একেই বলে বার্সেলোনার সুনামি। সেই তাণ্ডবে ছারকার হয়ে গেল রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড়ো দ্বৈরথ এল ক্লাসিকোতে নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করলো রিয়াল মাদ্রিদ। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও এল ক্লাসিকোর নায়ক বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি, মূলত তার ম্যাজিকেই লন্ড ভন্ড মাদ্রিদের রক্ষণ। প্রথমার্ধে দুই দলই নিজেদের ঘর আগলে আক্রমণ করার চেষ্টা করছিল, রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে দুবার বার্সেলোনার জালে বল জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়।

এ ব্যাপারে অবশ্যই প্রশংসাপ্রাপ্য বার্সেলোনার নতুন কোচ হান্সে ফ্লিকের টপ অফসাইড ট্র্যাপ ও ডিফেন্স কে নিখুঁত ভাবে অটুট রাখার স্ট্র্যাটেজি। মূলত তার ছোঁয়া তেই ফুটবলপ্রেমীরা যেন পুরানো বার্সেলোনা কে ফিরে পাচ্ছেন। একই সপ্তাহে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্ব ফুটবলের দুই জায়েন্ট ক্লাবকে হারিয়ে ফ্লিকের বার্সার বিজয়রথ ছুটেই চলছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনার মাঝমাঠের অন্যতম প্রতিভা ক্যাসাডোর ঠিকানা লেখা থ্রুকে নিখুঁত প্লেসিং করে দল কে এগিয়ে দেয় লেওয়ানডস্কি, তার কিছু পরেই আবারও বালদের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান তিনি। তারপরেই এল ক্লাসিকো তে মাত্র ১৭ বছর বয়সী লামিল ইয়ামেল ম্যাজিক,এদিনই তিনি তার এল ক্লাসিকোর প্রথম গোলটি করলেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে একক দক্ষতায় গোল করেন ব্রাজিলিয়ান রাফিনহা, যিনি দুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। তার এক মিনিট বাদে বল পেয়ে হেনে দারুন গোল করে ব্যবধান বাড়ান তিনি।

রিয়াল খেলোয়াড়রা বহু বার চেষ্টা করেও বার্সার রক্ষন দুর্গ ভেদ করতে পারেননি। পরিশেষে বলাই চলে,বার্সেলোনার হাজার না থাকা, হাজার প্রতিবন্ধকতার মাঝেও রিয়েল মাদ্রিদকে তাদের হোম গ্রাউন্ডে উড়িয়ে দেওয়ার লেগ্যাসিটা রয়েই গেছে। এরকম প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এল ক্লাসিকো জয়ে অনেকদিন পর আনন্দে আত্মহারা বার্সেলোনার সমর্থকরা।