ফিফা বিশ্বকাপ ২০২২ সালের ফাইনালে কিলিয়ান এমবাপেদের ফ্রান্স হার স্বীকার করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে ফ্রান্স জয়ের হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছিল। এমবাপের সেই দুঃখ এখনও চিরে চিরে খায়। সেই স্টেডিয়ামে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে এমবাপের ক্লাব রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে সিএফ পাচুকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ায় এমবাপের দুঃখ কিছুটা লাঘব হয়েছে। ফাইনাল খেলায় এমবাপে গোল পেলেন এবং সতীর্থদের গোল করাতে বড় ভূমিকা নিলেন।
খেলার শরুতে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগে আঘাত হানতে চেষ্টা করে সিএফ পাচুকা দল। পাল্টা আঘাত হেনে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষকে চাপে রাখে। ভিনিসিয়স জুনিয়র জুম বল পেয়েছিলেন বেলিংহামের কাছ থেকে। সেই বল বাড়িয়ে দেওয়া হয় এমবাপেকে। এমবাপে তা বাড়িয়ে দেন রদ্রিগোকে। রদ্রিগো সেই সেন্টার থেকে গোল করতে ভুল করেননি। প্রথম পর্বে আর কোনও গোল হয়নি। অবশ্য রদ্রিগোর গোলের আগে এমবাপে গোল করেন।
তবে দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদ আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে এমবাপেরা প্রতিপক্ষ দলের রক্ষণভাগে বারবার প্রবেশ করতে থাকেন। খেলার ৮৪ মিনিটে ওসামা ইদ্রিসি হঠাৎই বক্সের মধ্যে লুকাস ভাসকেজের ডান হাঁটুতে লাথি মারেন। রেফারি ভিএআর পরীক্ষা করে রিয়াল মাদ্রিদের পক্ষে পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদের জয়কে নিশ্চিত করেন।
এদিকে বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে পুরস্কৃত হলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তবে ২০২২ ও ২০২৩ সালে পরপর দু’বছর বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন লিওনেল মেসি।মহিলা বিভাগে সেরা ফুটবলার হন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাটি। বনমাটি পরপর বর্ষসেরা সম্মান পেলেন।