• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

লা লিগায় বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

ম্যাচের শেষে তাই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি হতাশার সুরে বলেন, খুব বড় ধাক্কা খেয়ে বসলাম। এভাবে খেলে কখনও জেতা যায় না।

লা লিগায় বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। হেরে বসল রিয়াল বেতিসের কাছে। খেলার ফল বেতিসের পক্ষে ২-১। এই হারের ফল লা লিগা থেকে অনেকটা পিছিয়ে দিল কার্লো আনচেলেত্তি বাহিনি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। একমাত্র জয়সূচক গোলটি করেন হুলিয়ান আলভারেজ। এই জয়ের ফলে আপাতত লা লিগার শীর্ষে চলে গিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল সোসিয়াদাদের। সেই ম্যাচ যদি হ্যান্সি ফ্লিক বাহিনি জিতে যায় তাহলে ফের লিগ টেবিলের শীর্ষে পৌছে যাবে বার্সেলোনা। লা লিগা অনেক ধরেই সাপ-লুডোর খেলা চলছে। একটা দল উপরে উঠছে, পরের মুহূর্তে নেমে যাচ্ছে নিচে। কিন্তু রিয়াল হেরে বসায় অনেকটা পিছিয়ে পড়ল।

ম্যাচের শেষে তাই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি হতাশার সুরে বলেন, “খুব বড় ধাক্কা খেয়ে বসলাম। এভাবে খেলে কখনও জেতা যায় না। মঙ্গলবার আমাদের চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছেে। সেই ম্যাচে যদি এভাবে খেলি তাহলে জিততে পারব না। হার স্বীকার করে মাঠ ছাড়তে হবে। তাই এখন ফুটবলারদের বলব তোমরা সতর্ক হও। যদি এগোতে চাও তাহলে নিজেদের চেনাবার চেষ্টা কর।” বেতিসের মাঠে প্রথম ১০ মিনিটের মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ব্রাহিম দিয়াজ। ৩৪ মিনিটের মাথায় জনি কারদাসো গোল করে বেতিসকে সমতায় ফিরিয়ে আনেন। বিরতির পর জয়সূচক গোলটি করে যান একদা রিয়াল মাদ্রিদে খেলা ইসকো। তিনি ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেতিসকে জিতিয়ে দেন। ৫ বছর পর বেতিস জিতল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বেতিস ভাল খেলেছে বলে মনে করছেন আনচেলেত্তি।

News Hub