• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ক্রমশ এগোচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের দিকে। ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ, সান্তিয়াগো বার্নাবিউ-তে যেন গোলের বর্ষণ। গোটা খেলায় দুই দলের তরফ থেকে মোট ৮টি গোল দেখা যায়। এদিন রিয়াল মাদ্রিদ বিপক্ষ রিয়াল সোসাইদাদকে চার গোল দিয়েছে যেমন, তেমন খেয়েছেও চার গোল। কিন্তু সেমি ফাইনালের প্রথম পর্বে ১-০ জিতে কোপা দেল রে-র ফাইনালে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয় লীগের খেলায় রিয়ালের ঘরের মাঠে আন্দের বারেনেচিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল সোসাইদাদ। ১৬ মিনিটে সোসাইদাদের হয়ে গোলটি করেন তিনি। এর জবাব দিতে যদিও মাদ্রিদ বেশি সময় নেয়নি। ৩০ মিনিটে এন্ড্রিকের গোলে সমতায় ফেরে মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় উত্তেজনার পারদ আরো বারে। খেলার ৭২ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোল পিছিয়ে দেয় মাদ্রিদকে। ৮০ মিনিটে ব্যবধান আরও বাড়ান সোসাইদাদের মিকেল ওয়ারজাবাল। এর ফলে মাদ্রিদকে চূড়ান্ত চাপের মুখেই পড়তে হয়।

কিন্তু রিয়াল মাদ্রিদের অপরনাম হচ্ছে ‘কামব্যাক’ মাদ্রিদ। এরকম সময়েই বিপক্ষের ওপর আক্রমণ এনে ম্যাচ জেতার রেকর্ড মাদ্রিদের প্রচুর আছে। এইদিনও এর অন্যথা হয়নি। এই খেলায় মোট ৭০৭টি পাস খেলেছে মাদ্রিদ। খেলার ৮০ এবং ৮৬ মিনিটে মাদ্রিদের মাঝমাঠের দুই তারকা ফুটবলার, জুড বেলিংহ্যাম এবং অরেলিয়েঁ চুয়ামেনির পায়ের থেকে গোল আসে যথাক্রমে, এবং মাদ্রিদ ফের খেলায় ফেরে। খেলার সংযুক্তি সময়ে, ৯৩ মিনিটে, সোসাইদাদের হয়ে আবার গোল করেন ওয়ারজাবাল।

এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর্দা গুলারের কর্নার থেকে ১১৫ মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আন্তোনিয়ো রুদিগার। ম্যাচের পর রুদিগার বলেছেন, ‘খুব কঠিন একটা ম্যাচ ছিল। গোলটা খুব সহজেই করেছি, কারণ কর্নার একদম সঠিক জায়গায় পেয়েছিলাম।’

অপরদিকে, প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট ক্রমশ এগোচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের দিকে। ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফরেস্টের হয়ে গোল করেছেন অ্যান্থনি এলাঙ্গা। ইউনাইটেডের দায়িত্ত্ব নিয়ে চাপ ক্রমাগত বাড়ছেই কোচ রুবেন আমোরিমের।

News Hub