• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সুদেভ দিল্লির পরিবর্তে শিল্ডে রিয়াল কাশ্মীর

আগেই ঘােষণা করা হয়েছিল দিল্লি সুদেভ ফুটবল ক্লাব এবারের শিন্ডে অংশ নেবে। কিন্তু বিশেষ কারণে দিল্লির দলটির পরিবর্তে রিয়েল কাশ্মীর দল অংশ নেবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: Getty Images)

করোনা আবহাওয়ার মধ্যে আগামী ৬ ডিসেম্বর থেকে আইএফএ শিল্ড শুরু হচ্ছে বারােটি দল নিয়ে। আগেই ঘােষণা করা হয়েছিল দিল্লি সুদেভ ফুটবল ক্লাব এবারের শিন্ডে অংশ নেবে। কিন্তু বিশেষ কারণে দিল্লির এই দলটি আসতে না পারায় সেই জায়গাতে রিয়েল কাশ্মীর দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলাের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

সচিব জয়দীপ মুখার্জি জানিয়েছেন, শিল্ড খেলার প্রথম দিন থেকে সবরকম স্বাস্থ্য বিধি মেনে খেলােয়াড়দের মাঠে নামতে হবে সব মাঠে সানিটাইজিং করা হবে। পাঁচ দিন অন্তর খােলােয়াড়, কোচ, রেফারি ও স্টাফদের করােনা পরীক্ষা করা হবে। সবার জন্যে থাকছে তিন লক্ষ টাকার করােনা বিমা।

সচিব আরও বলেন, প্রত্যেক খেলােয়াড়কে আইএফএ লােগো সহ জার্সি দেওয়া হবে। থাকবে মাঠে প্রবেশ করার মুখে স্যানিটাইজিং চ্যানেল।

প্রথমে সিন্ধান্ত নেওয়া হয়েছিল শেষ আট ম্যাচ থেকে সেরা খেলােয়াড়ের হাতে আর্থিক পুরস্কার সহ স্মারক তুলে দেওয়া হবে। এবারে গ্রুপ লিগের প্রতি মাচে সেরা খেলােয়াড়কে স্মারক দেওয়া হবে।

চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, শিন্ডে খেলতে আসা দলগুলির কোনওরকম অসুবিধা না হয় এই কঠিন পরিস্থিতিতে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয় হয়েছে।

কলকাতা ময়দানে করোনার কারণে ফুটবল খেলা স্থগিত হয়ে যাওয়া ফুটবলাররা হতাশ হয়ে পড়েছিলেন। ফুটবল ফিরে আসাতে আইএফএ-র উদ্যোগকে প্রশংসা করেন বিশ্বরূপ দে, সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও স্বপন বানাজি।

এদিকে সংগ্রাম মুখার্জির প্রশিক্ষণে জোর কদমে অনুশীলনে ব্যক্ত ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলাররা।