রিয়ালকে ভয় নয় সম্মান করেন গার্দিওলা

ইতিহাদ– চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি সম্ভবত এখনো তাড়া করে কার্লো আনচেলত্তিকে৷ সেদিন সিটির মাঠে গিয়ে ৪–০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরে এসেছিল রিয়াল মাদ্রিদ৷ তবে সে ম্যাচের যন্ত্রণা ভোলার সুযোগ এসেছে রিয়ালের সামনে৷ আজ রাতে আবার ইতিহাদে খেলতে নামবে আনচেলত্তির দল৷

আজ রাতে জিততে পারলে সেই যন্ত্রণা হয়তো কিছুটা হলেও ভুলতে পারবে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দলটি৷ গত মৌসুমে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১–১ গোলে৷ আর এবার মাদ্রিদে দুই দলের রুদ্ধশ্বাস লড়াই শেষ হয়েছে ৩–৩ গোলে৷ প্রথম লেগে সমতা থাকায় আজ রাতে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল৷

ঘরের মাঠে গত মৌসুমে রিয়ালকে উড়িয়ে দিলেও, সেটি আপাতত ভুলে যেতে চান সিটি পেপ গার্দিওলা৷ প্রথম লেগের আগেই বলেছিলেন গার্দিওলা বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদকে একইভাবে দুবার হারানো অসম্ভব৷ তাদের একবার হারানোই অনেক কঠিন৷’


ঘরের মাঠে দ্বিতীয় লেগের আগেও রিয়ালকে সমীহ করার কথা জানিয়েছেন গার্দিওলা৷ তবে রিয়ালের প্রতি শ্রদ্ধা থাকলেও তাদের ভয় পান না বলেও মন্তব্য করেছেন স্প্যানিশ এ কোচ, ‘আমি তাদের ভয় পাই না৷ আমি তাদের অনেক সম্মান করি৷ আমি অনেকবার দলটির মুখোমুখি হয়েছি৷ রিয়াল মাদ্রিদের প্রতি আমার শ্রদ্ধা আছে৷ তবে আমি যদি বলি তাদের নিয়ে ভীত তবে সেটি ভুল বলা হবে৷’

তিনি আরও যোগ করে বলেন, ‘এখানে দ্বৈরথ আছে৷ আপনি তাদের হারাতে চাইবেন এবং ভালো করতে চাইবেন৷ কখনো জিতবেন এবং কখনো হারবেন৷ কিন্ত্ত আমি তাদের ভয়ে ভীত নয়৷ যদি তারা আমাদের হারায়, যেটা অনেকবার ঘটেছে তবে আমি তাদের অভিনন্দন এবং শুভকামনা জানাব৷’