• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

সিএসকে ভক্তদের আচরণে ক্ষুব্ধ রায়ডু

সিএসকে আর মহেন্দ্র সিংহ ধোনি, এ যেন সমার্থক শব্দ। ধোনিকে ব্যাট হাতে দেখার জন্য অপেক্ষা করে থাকেন চেন্নাইভক্তরা।

ফাইল ছবি

চেন্নাই— সিএসকে আর মহেন্দ্র সিংহ ধোনি, এ যেন সমার্থক শব্দ। ধোনিকে ব্যাট হাতে দেখার জন্য অপেক্ষা করে থাকেন চেন্নাইভক্তরা। কিন্তু তাঁদের সেই আবেগ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সিএসকে তারকা অম্বাতি রায়ডু। তাঁর মতে, দর্শকদের আবেগ ধোনিকে নিয়ে বেশি মনে হয়, সিএসএকে’কে নিয়ে কম, যা হওয়া উচিত না, কারণ একজন ব্যক্তি খেলোয়াড় কখনই একটা ক্লাবের থেকে বড় হয় না। পুরো বিষয়টিকে রায়ডু ‘অদ্ভুত’ বলে অভিহিত করেন।

চিপকে উইকেট পড়লে দর্শকদের মধ্যে ধোনির জন্য অপেক্ষা শুরু হয়ে যায়। এ যেন ঠিক শচীন তেন্ডুলকরের সময়কার কথা মনে করিয়ে দেয়। এই নিয়ে রায়ডু বলেন, ‘নতুনদের কাছে এটা বেশ কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। দর্শকদের সমর্থন অসাধারণ কিন্তু খেলার সময় বোঝা যায় যে, তাঁরা সিএসকে’র ভক্ত হওয়ার আগে এমএস ধোনির ভক্ত।’
রায়ডু আরো বলেন, ‘এটা বছরের পর বছর ধরেই চলছে। যদিও সকলেই ধোনিকে ভালোবাসেন কিন্তু কখনও কখনও অন্য কথাও মনে হয়। বিশেষ করে যখন ব্যাট করতে যাচ্ছেন, সেই সময় যদি দর্শকরা চিৎকার করে, তখন মনে হয় আপনাকে আউট হতে বলা হচ্ছে। অথবা তাঁরা আগের ব্যাটসম্যানের আউট হওয়ার প্রত্যাশা করছে।’

প্রাক্তন সিএসকে তারকার সংযোজন, ‘সকলেই দলের জন্য সেরাটা দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভালো কিছু করার জন্য মুখিয়েও রয়েছেন। এবং নিজের দলের দর্শকদের কাছ থেকেই যদি এমন কিছু ঘটে, তখন সেটা মোটেও প্রত্যাশিত নয়।’

তবে রায়ডুর এই মন্তব্যে অনেকেই বলেছেন এর জন্য তো আর শচীন বা ধোনিকে দোষ দেওয়া যায় না, তাঁরা ভারতীয় ক্রিকেটের আইকন বা সুপারস্টার। আর এ দেশে ক্রিকেটীয় ভগবানের বন্দনা বা পুজো ঐতিহাসিক।

News Hub