ভারতের মাটিতেই এবারে অনুষ্ঠিত হতে চলেছে ১৭ বছর বয়সী মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেবার আগেই ভারতীয় দল ইতালিতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবার জন্য গিয়েছে।
ইতিমধ্যেই ভারত তিনটি ম্যাচে অংশ নেয়। আর এই তিনটি ম্যাচেই হার স্বীকার করতে হয়েছে। অর্থাৎ হারের হ্যাটট্রিকে নাম লিখিয়েছে ভারত।
রবিবার মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে। হারতে হয়েছে ভারতকে। ভারতীয় দল প্রতিপক্ষ মেক্সিকোর বিরুদ্ধে সেই ভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি।
মেক্সিকোর হয়ে গোল দুটি করেন ক্যাথরিন সিলাস ও অ্যালিস গ্যালেগোস। তবে গোল করার মতো সুযোগ ভারত পায়নি তা বলা যাবে না।
অনিতা কুমারি ও মেলোডি চানু পরপর দুটি গোল করার জায়গায় পৌঁছে গিয়েও ব্যর্থ হন। খেলার প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে ছিল ভারত।
ভারতের সঙ্গে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ খেলবে আমেরিকা। খেলাটি হবে ১১ ই অক্টোবর। তার তিনদিন বাদে ভারত মুখোমুখি হবে ভারতের সঙ্গে।