• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ক্রিকেটে ফিরছেন রায়না

ক্রিকেটে ফিরছেন সুরেশ রায়না। অবশ্য প্রতিযােগিতামূলক ক্রিকেটে। উত্তরপ্রদেশের হয়ে রায়না সৈয়দ মুস্তাক আলি টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।

সুরেশ রায়না (File Photo: AFP)

ক্রিকেটে ফিরছেন সুরেশ রায়না। অবশ্য প্রতিযােগিতামূলক ক্রিকেটে। উত্তরপ্রদেশের হয়ে রায়না সৈয়দ মুস্তাক আলি টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।

গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে সুরেশ রায়না অবসর নেওয়ার কথা ঘােষণা করেন। একই দিনে অসর নেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধােনি। সুরেশ রায়না আইপিএল ক্রিকেটে ধােনির দলে অর্থাৎ চেন্নাই সুপার সিংস দলে অন্যতম সদস্য ছিলেন। কিন্তু তিনি খেলেননি।

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে আসেন আরব আমিরশালী থেকে। আগামী শনিবার কানপুরে আসছেন রায়না। ১৩ এবং ১৫ ডিসেম্বর প্রস্তুতি ম্যাচে নামবেন বলে জানা গেছে। রায়নার লক্ষ্য একটা ট্রফি তুলে দেওয়া উত্তরপ্রদেশকে।

আসলে এই টুর্নামেন্ট থেকে নিজেকে তৈরি করে নেওয়া আগামী আইপিএলের জন্য। ক্রিকেট কন্ট্রোল বাের্ড ঘােষণা করে বলেছিল, সৈয়দ মুস্তাক আলি ক্রিকেট চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে চুড়ান্ত সিলমােহর পড়বে বাের্ডের বার্ষিক সাধারণ সভার পরে। তবে সুরেশ রায়না খেলার জন্য প্রস্তুতি শিবিরে যােগ দেবেন।