• facebook
  • twitter
Friday, 7 March, 2025

দিল্লির ঝড়ে রেল লাইনচ্যুত

২৮ ওভারে বল করতে এসেছিলেন হিমাংশু সাংওয়ান

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রথম ইনিংসে করা ৬ রানের ব্যর্থতাই সার। এই স্মৃতি বুকে নিয়েই বাড়ি ফিরবেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় করা ১৫ হাজার দর্শক। রেলওয়েজকে এক ইনিংস ও ১৯ রানে হারিয়েছে দিল্লি। তাই এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামবেন না বিরাট কোহলি। যে কারণে লাঞ্চের আগে ম্যাচের ভাগ্য মোটামুটি ঠিক হওয়ার পর এবং বিরাট যে আর ব্যাট করবেন না সেটা বুঝে বেশ কিছু দর্শক ঘরের নায়ককে ছুঁয়ে দেখতে নিরাপত্তার বেষ্টনী ভেঙে ছুটে আসেন মাঠে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি। যদিও অধিনায়ক আয়ুষ বাদোনির ৯৯ রান ও সুমিত মাথুরের ৮৬ রানের সুবাদে ৩৭৪ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ২৪১ রান করে রেলওয়েজ। ১৩৩ রানের লিড পায় দিল্লি। দ্বিতীয় ইনিংসে আরও সমস্যায় পড়ে রেলওয়েজ খেলোয়াড়রা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে।

উল্লেখ্য, রনজি ট্রফিতে গত কয়েকদিন ধরেই আলোচনার শিরোনামে ছিলেন বিরাট কোহলি। সবাই আশা করেছিলেন, ঘরের মাঠে তিনি হয়তো রানের বন্য়া বইয়ে দেবেন। কিন্তু, সেই আশা পূরণ হয়নি। মাত্র ৬ রান করেই আউট হয়ে যান কোহলি। ক্লিন বোল্ড করেন হিমাংশু সাংওয়ান। কোহলিকে দেখার জন্য বৃহস্পতিবারই (৩০ জানুয়ারি) গোটা স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আশা ছিল ম্যাচের প্রথমদিনই বিরাট ব্যাট করতে নামবেন। কিন্তু, দিনের শেষে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিতীয় দিন সকালবেলা যশ ধূল আউট হওয়ার পর কোহলি ব্যাট করতে নামেন। তবে বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। ১৫ বল খেলে তাঁর ব্যাট থেকে মাত্র ৬ রান বেরিয়েছে। এর মধ্যে একটাই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

২৮ ওভারে বল করতে এসেছিলেন হিমাংশু সাংওয়ান। অফসাইডের বাইরে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন হিমাংশু। কোহলি বলটা ড্রাইভ করতে গেলেও তাঁর ব্যাট এবং প্যাডের মাঝখানের গ্যাপ দিয়ে বল গলে অফ-স্টাম্প ছিটকে দেয়।

অফ স্ট্যাম্পের বাইরের বল সংক্রান্ত সমস্যা নিয়ে রঞ্জি খেলতে এসেছিলেন বিরাট। মনে করা হচ্ছিল, লাল বলের ঘরোয়া ক্রিকেটে এই রোগ সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি। কিন্তু সেই রোগ তো সারলই না। উলটে নতুন উপসর্গ বাড়িয়ে দিল চিন্তার ভাঁজ।