কয়েক দিন আগে আইপিএল ক্রিকেট শুরু হয়েছে। এই খেলা চলাকালীন হঠাৎই দেশে ফিরে গেলেন কাগিসো রাবাডা। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন তিনি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যায়নি। তারপরেই গুজরাত টাইটান্স বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশে ফিরে যেতে হচ্ছে তারকা পেসার রাবাডাকে।
আরসিবির বিরুদ্ধে টসের সময় গুজরাতের অধিনায়ক শুভমন গিল বিষয়টি নিয়ে আলোকপাত করতে গিয়ে রাবাডা কেন দেশে চলে গেলেন তা জানান। গিল বলেন, ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই তিনি। পরদিনই গুজরাত ফ্যাঞ্চাইজি রাবাডার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছে।
গুজরাত টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাবাডা ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। তিনি আমাদের দলের হয়ে প্রথম দু’টি ম্যাচ খেলেছেন। খুবই জরুরি ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরেছেন।’ রাবাডার অনুপস্থিতি গুজরাতের বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল হয়ে পড়বে, বলাই বাহুল্য। তবে তিনি কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তবে না ফিরলে আইপিএলের নিয়ম অনুসারে শাস্তি কি পেতে পারেন রাবাডা? কী বলছে আইপিএলের নিয়ম?
কোনও ক্রিকেটার যদি দল পাওয়ার পর আইপিএল’কে গুডবাই জানায়, তাহলে তাঁকে দু’বছর ব্যান করা হবে। ইংরেজ ক্রিকেটার হ্যারি ব্রুক এমন শাস্তি ইতিমধ্যেই পেয়েছেন। কিন্তু রাবাডা দু’টি ম্যাচ খেলে দেশে ফিরেছেন। তাই রাবাডার ক্ষেত্রে কেমন শাস্তি হতে চলেছে, আপাতত জানা যায়নি। চলতি আইপিএলে দুই ম্যাচে ২ উইকেট পেয়েছেন তিনি। ৩টি ম্যাচে ২টি জয় পেয়েছে গুজরাত। গুজরাতকে পরের ম্যাচ খেলতে হবে ৬ এপ্রিল সানরাইরার্স হায়দরাবাদের বিরুদ্ধে।