বিশ্ব ক্রিকেটে কুইন্টন ডি’কক বেশ মারকুটে বেশ ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। কিন্তু অনেকদিন ধরেই নিজের সেই চেনা মেজাজে দেখা যাচ্ছিলনা ডি’কককে। গত ১১ ইনিংসে ১৩৪ প্লাস স্ট্রাইক রেটে ২৫০ রান করেছিলেন, ছয় মেরেছিলেন মাত্র ৯। কিন্তু আইপিএলের এইবারের মহা নিলামে ফিল সল্টের পরিবর্ত হিসাবে কেকেআর কিনেছিল কুইন্টন ডি’কককে, যার ফলে একটু হলেও চিন্তা বেড়েছিল বেগুনি সমর্থকদের।
আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হন ডি’কক, মাত্র ৪ রান করে আউট হন তিনি ওইদিন। তবে, বুধবার রাজস্থানের বিরুদ্ধে ১৫২ রান তারা করতে নেমে জোড়া রেকর্ড গড়লেন ডি’কক। এইদিন ডি’কক ৬১ বলে অপরাজিত ৯৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে কেকেআর কে ম্যাচ জেতান, এবং নিজের নাম জোড়া রেকর্ড ও করেন।
রান তাড়া করার ক্ষেত্রে নাইটদের হয়ে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর (এর আগে ওই রেকর্ড ছিল ২০১৪ ফাইনালে ৯৪ রানের ইনিংস খেলা মণীশ পাণ্ডের নাম), এবং গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানও এখন ডি’ককের দখলে। এই দুই রেকর্ড গড়েন ডি’কক। ম্যাচ সেরার পুরস্কার হাতে কুইন্টন বলেন, ‘আমি সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি।’