• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

আইএফএ-তে নির্বাচন নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: আইএফএ’র গভর্নিংবডির সদস্য নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল ময়দানের বেশ কয়েকটি ক্লাব৷ এই ক্লাবগুলির অভিমত সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, সহ সভাপতি ও সহ সচিবের নির্বাচন হোক অনুমোদিত ক্লাবের প্রতিনিধিদের ভোট দানের মধ্যে দিয়ে৷ ইতিমধ্যে আইএফএ-র দফতরে এই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন চারটি ক্লাবের কর্মকর্তারা৷ চিঠিতে সই করেছেন জোড়াবাগান ক্লাবের শংকর দাস, তালতলা একতার তরুন নিয়োগী,

নিজস্ব প্রতিনিধি: আইএফএ’র গভর্নিংবডির সদস্য নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল ময়দানের বেশ কয়েকটি ক্লাব৷ এই ক্লাবগুলির অভিমত সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ, সহ সভাপতি ও সহ সচিবের নির্বাচন হোক অনুমোদিত ক্লাবের প্রতিনিধিদের ভোট দানের মধ্যে দিয়ে৷ ইতিমধ্যে আইএফএ-র দফতরে এই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন চারটি ক্লাবের কর্মকর্তারা৷ চিঠিতে সই করেছেন জোড়াবাগান ক্লাবের শংকর দাস, তালতলা একতার তরুন নিয়োগী, মানিকতলা স্পোর্টিংয়ের রবীন ঘোষ ও চাঁদনির নজরুল ইসলাম৷ তালতলা একতার প্রতিনিধি ছাড়া অন্য তিনজন আইএফএ-র প্রাক্তন সহ সচিব৷ তাঁরা বলেছেন সব সময় গভর্নিংবডির সদস্যদের মনোনীত করা হয় শাসক গোষ্ঠীর কাছের ক্লাব কর্মকর্তাদের৷ কিন্ত্ত কোনও সংস্থায় এই ভাবে পদাধিকাররা গভর্নিংবডির সদস্যদের ভোটে নির্বাচিত হন না৷ তাহলে আইএফএ-তে ব্যাতিক্রম হবে৷ এমনকী ফেডারেশনেরও কর্মকর্তা নির্বাচন করা হয় অনুমোদিত সংস্থার প্রতিনিধিদের ভোট দানের মধ্যে দিয়ে৷ চলতি বছরে নতুন গভর্নিং বডির সদস্যদের নির্বাচিত করা হবে সোমবার বিশেষ সভায়৷