• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

সিঙ্গাপুর— সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু৷ সিন্ধু প্রথম রাউন্ডে ডেনমার্কের লিনে কেয়াসফিল্টকে হারিয়ে দিয়েছিলেন৷ কিন্ত্ত বৃহস্পতিবার সিন্ধু শুরুটা দারুণভাবে করলেও শেষ পর্যন্ত স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হার স্বীকার করতে হল৷ সিন্ধু প্রথম গেমটি ধরে রাখলেও পরবর্তী দু’টি গেমে লড়াই করেও এগিয়ে যেতে পারলেন না৷ স্পেনের ক্যারোলিনার কাছে ১১-২১,

সিঙ্গাপুর— সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু৷ সিন্ধু প্রথম রাউন্ডে ডেনমার্কের লিনে কেয়াসফিল্টকে হারিয়ে দিয়েছিলেন৷ কিন্ত্ত বৃহস্পতিবার সিন্ধু শুরুটা দারুণভাবে করলেও শেষ পর্যন্ত স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হার স্বীকার করতে হল৷ সিন্ধু প্রথম গেমটি ধরে রাখলেও পরবর্তী দু’টি গেমে লড়াই করেও এগিয়ে যেতে পারলেন না৷ স্পেনের ক্যারোলিনার কাছে ১১-২১, ২১-১১ ও ২২-২০ পয়েন্টে হেরে .যান সিন্ধু৷ এই নিয়ে স্পেনের এইখেলোয়াড়ের কাছে টানা ছ’টি ম্যাচ হেরে গিয়েছেন সিন্ধু৷ এখনও পর্যন্ত দু’জনের মধ্যে ১৭টি ম্যাচে সাক্ষাৎ হয়েছে৷ তার মধ্যে ১২ বার সিন্ধুকে হারতে হয়েছিল ক্যারোলিনার কাছে৷ শেষবার ২০১৮ সালে মালয়েশিয়া ওপেনে কোয়ার্টার ফাইনালে পি ভি সিন্ধু স্ট্রেট গেমে অর্থাৎ ২২-২০ ও ২১-১৯ পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন ক্যারোলিনাকে৷ তারপর থেকে সিন্ধু সিঙ্গাপুর ওপেনে নামার আগে বিশ্ব চ্যাম্পিয়ন, ইন্দোনেশিয়া মাস্টার্স, মালয়েশিয়া ওপেন ও ডেনমার্ক ওপেনে ক্যারোলিনার কাছে হার মানতে হয়েছে৷ সিঙ্গাপুর ওপেনে ডেনমার্কের লাইন জার্সফেল্ডকে ২১-১২ ও ২২-২০ পয়েন্টে হারিয়েছিলেন পি ভি সিন্ধু৷

ক্যারোলিনার বিরুদ্ধে সিন্ধু প্রথম গেমে আধিপত্য বিস্তার করে একের পর এক পয়েন্ট নিতে থাকেন৷ একটা সময় মনে হয়েছিল পি ভি সিন্ধু ক্যারোলিনাকে খুব সহজেই হারিয়ে দেবেন৷ তার প্রধান কারণ ছিল প্রথম গেমটি পি ভি সিন্ধু ২১-১১ পয়েন্টে ছিনিয়ে নেন৷ কিন্ত্ত দ্বিতীয় গেমে পি ভি সিন্ধুকে কিছুটা অসহায় দেখা গিয়েছিল৷ প্রতিপক্ষ ক্যারোলিনা খুব সহজেই পি ভি সিন্ধুকে ২১-১১ পয়েন্টে হারিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে৷ তৃতীয় গেমে পি ভি সিন্ধু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন৷ এমনকি তিনি ১৫-১০ পয়েন্টে এগিয়েও যান একটা সময়৷ পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে ক্যারোলিনা ১৮-১৫ পয়েন্টে সিন্ধুকে পিছনে ফেলে দেন৷ শেষ পর্যন্ত সিন্ধুকে হারতে হয় হাড্ডাহাড্ডি লড়াই করেও ২০-২২ পয়েন্টে৷ চলতি বছরে কোর্টে ফেরার পরেই উবের কাপ ও থাইল্যান্ড ওপেনে তিনি অংশগ্রহণ করেননি৷ তিনি বেশ কিছুদিন চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন৷ মালয়েশিয়া মাস্টার্সে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি৷ আগামী ২৬ জুলাই থেকে প্যারিসে অলিম্পিক গেমস শুরু হচ্ছে৷ তাই এই হারটা সিন্ধুর আত্মবিশ্বাসে চিড় ধরল৷ তবুও ভারতের প্রত্যেকেই আশা করছেন, প্যারিস অলিম্পিকে তিনি ভালো ফলাফল করবেন এবং পদক এনে দেবেন৷