• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নয় বছর পর শাস্তি

বিপদে পড়লেন ইংলিশ বােলার অলি রবিনসন। দীর্ঘদিন আগে নেটমাধ্যমে তার করা বর্ণবিদ্বেষী মন্তব্য হঠাৎই উদয় হয়েছে।নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বাের্ডও।

প্রতীকী ছবি (Photo: iStock)

ভাগ্যের ফের নয় বছর পর শাক্তি পেতে চলেছেন ইংল্যান্ডের পেস বােলার। কার্যত আচমকাই বিপদে পড়লেন ইংলিশ বােলার অলি রবিনসন। দীর্ঘদিন আগে নেটমাধ্যমে তার করা বর্ণবিদ্বেষী মন্তব্য হঠাৎই উদয় হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বাের্ড। শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি আগামী ম্যাচে তাকে বাদ দেওয়া হতে পারে বলে শােনা যাচ্ছে চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন।

২০১৩ সালে কেন্ট ছেড়ে ইয়কশায়ারে যােগ দিয়েছিলেন রবিনসন। তখনই তিনি বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। ব্যাপারটা তখন নজরে আসে কারাের। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামার কয়েক ঘন্টার পরেই সেই টুইটের উদয় হয় মুহূন্ত্রে মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে ঝড়ের মতন।

বর্ণবিদ্বেষ সংক্রান্ত যেকোনাে কাজের বিরােধী তারা ব্যাপারটা যতই পুরােনাে হােক না কেন তাকে শাস্তি পেতেই হবে।