• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

সান্ত্বনা দিলেন পিটি উষা

তুমি কুস্তি মহলে অগ্নিকন্যা নামেই পরিচিত

ভিনেশ ফোগত প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বপ্নভঙ্গ হলে একজন অ্যাথলিট কীভাবে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে, তা নিজে ছাড়া কেউ অনুভব করতে পারেন না। ভিনেশকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা। উষাকে দেখতে পেয়ে ভেঙে পড়েন ভিনেশ। ভিনেশকে সান্ত্বনা দিয়ে পিটি উষা বলেছেন, সরকার এবং দেশবাসী তোমার পাশে রয়েছে। তুমি কুস্তি মহলে অগ্নিকন্যা নামেই পরিচিত। তাই তোমার কাছ থেকে আগামী দিনে আরও অনেককিছু আশা করা যেতে পারে।

Advertisement

Advertisement