• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১০ বছর বাদে এশিয়ায় জয় প্রোটেরিয়াদের

মিরাজের লড়াই কাজে এলো না

না, পারল না বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের লড়াই কোনও কাজে এলো না। শতরান থেকে বঞ্চিত হলেন। দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে দিল। ১০ বছর বাদে এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা কোনও টিস্ট জিতল। প্রথমবার এশিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা কাগিসো রাবাডা ৫ উইকেট পেলেন।

পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে। তিন উইকেটে মাত্র ২৪ রান যোগ করে বাংলাদেশ স্কোরবোর্ডে। প্রথম ওভারেই নাইম হোসেকে আউট করেন রাবাডা। অন্য প্রান্তে দাঁড়িয়ে একাই লড়াই করছিলেন মেহেদি হাসান মিরাজ। শতরনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। মেহেদি নিজে ৯৭ রানে আউট হয়ে শতরান থেকে বঞ্চিত হন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৭ রানে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্যে দরকার ছিল ১০৬ রানের। আবহাওয়া খারাপ থাকায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা দ্রুত রান তুলতে চেষ্টা করেন। ওপেনিং জটিতে ৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তিন উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে বলতে দ্বিধা নেই শেষদিকে বাংলাদেশ বেশ লড়াই গড়ে তুলেছিল।