• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেকেআর-এর রিঙ্কুরা অনুশীলনে নেমে পড়লেন

নিজস্ব প্রতিনিধি-– কলকাতায় পৌছে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, তাঁর কাছে কলকাতা নাইট রাইডার্স শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয়, ভরা আবেগ পূর্ন একটা দল৷ দু-বার এই দলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন৷ ২২ মার্চ আইপিএল শুরু হচ্ছে৷ কলকাতায় প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর ২৩ তারিখে৷ প্রতিপক্ষ হায়দরাবাদ সানরাইজার্স৷ শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে নাইট রাইডার্সের৷ প্রস্তুতির

নিজস্ব প্রতিনিধি-– কলকাতায় পৌছে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, তাঁর কাছে কলকাতা নাইট রাইডার্স শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয়, ভরা আবেগ পূর্ন একটা দল৷ দু-বার এই দলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন৷ ২২ মার্চ আইপিএল শুরু হচ্ছে৷ কলকাতায় প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর ২৩ তারিখে৷ প্রতিপক্ষ হায়দরাবাদ সানরাইজার্স৷ শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে নাইট রাইডার্সের৷

প্রস্তুতির শুরুতে হয়তো স্থানীয় ক্রিকেটাররা থাকবেন৷ আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের মতো তারকারা যোগ দেবেন ধীরে ধীরে৷ বৃহস্পতিবার গৌতম গম্ভীরকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে প্রচুর জনসমাগম ঘটে ছিল৷ বিশেষ করে রিঙ্কু সিংহকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো৷ গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাবেন৷ মিচেল স্টার্ককে এবার

সবচেয়ে বেশি দামে কিনেছে কেকেআর৷ দামী ক্রিকেটার মানেই যে দায়িত্ব বেশি তার কোনও মানে নেই৷ সেকথা স্মরণ করিয়ে দিয়ে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে যা পারফরম্যান্স করেছে স্টার্ক সেই ঝলক এখানে দেখাতে পারলে প্রতিটি দলের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ ছঁুডে় দিতে সক্ষম হবে নাইট রাইডার্স৷” কিন্ত্ত শ্রেয়স আইয়ার কি প্রথম থেকে খেলতে পারবেন৷ নাকি খেললেও পরে নামবেন৷ নাকি আদৌ খেলতে দেখা যাবে না৷ যদিও নাইট রাইডার্স শিবির থেকে জানানো হয়েছে রঞ্জি ট্রফি শেষ হলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন৷ তবে শুরুর কয়েকটা ম্যাচ তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি৷ বৃহস্পতিবার অবশ্য মুম্বই রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁকে নাচতে দেখা গিয়েছে৷ এখন দেখার নাইট রাইডার্স ম্যাচে কবে তাঁকে দেখা যাবে৷ দমদম বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর৷