নিজস্ব প্রতিনিধি— শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার ব্যবস্থাপনায় ৪৫তম সারা ভারত মেজর পোর্টস টেবলটেনিস প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হল৷ চলবে শনিবার পর্যন্ত৷ এই প্রতিযোগিতার সূচনা করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার চেয়ারম্যান রথীন্দ্র রামন৷ এই প্রতিযোগিতায় সাতটি মেজর পোর্টের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন৷ এদের মধ্যে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, মুম্বই, চেন্নাই, পারাদ্বীপ, দিনদয়াল, জেএনপিটি ও বিশাখাপত্তনম৷ টেবলটেনিসে একক, ডাবলস ও দলগত ইভেন্টে ৫০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন৷ চেয়ারম্যান রথীন্দ্র রামন বলেন, খেলাধুলোকে প্রাধান্য দেওয়া হয়৷ খেলাধুলোর মধ্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়৷ কাজ করার পাশাপাশি খেলাধুলোতেও বিভিন্ন পোর্টের খেলোয়াড়রা দুরন্ত পারফরম্যান্স গড়ে তুলে সবার নজরে উঠে আসেন৷ খেলোয়াড়োচিত মনোভাব নিয়ে সবাইকে খেলার জন্য তিনি অনুরোধ করেন৷