• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিশ্বকাপের ক্যাচ ধরার শীর্ষে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, প্রথম দশজনে একমাত্র ভারতীয় অনিল কুম্বলে

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। তার আগে পিছু ফিরে তাকাতে গিয়ে আইসিসি দেখেছে ১৯৭৫ সালে শুরু হওয়া কিশ্বকাপ ক্রিকেটে ক্যাচ ধরায় প্রথম দশজনের মধ্যে একমাত্র ভারতীয় হচ্ছেন অনিল কুম্বলে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

অনিল কুম্বলে (Photo: BCCI)

বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। তার আগে পিছু ফিরে তাকাতে গিয়ে আইসিসি দেখেছে ১৯৭৫ সালে শুরু হওয়া কিশ্বকাপ ক্রিকেটে ক্যাচ ধরায় প্রথম দশজনের মধ্যে একমাত্র ভারতীয় হচ্ছেন অনিল কুম্বলে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

৪৬টি বিশ্বকাপের ম্যাচ খেলে পন্টিং ক্যাচ ধরেছেন ২৮টি। তিনি কোনও উইকেট রক্ষক নন। ১৯৯৫ সালে নিজের বিশ্বকাপে পন্টিং মাত্র একটি ক্যাচ ধরেছিলেন। ১৯৯৯ সালে সেটা বেড়ে দাঁড়ায় ৬-তে। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের খেলায় একটি ক্যাচ ধরে পন্টিং বিশ্বকাপ ক্যাচ ধরায় আগেরকার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন। ২০০৩ সালে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ ধরার তিনি বিশ্ব রেকর্ড গড়েন ৮ টি ক্যাচ ধরে। ভেঙে দেন অনিল কুম্বলে এবং ড্যারেন কুলিনানের রেকর্ড। ২০০৭ বিশ্বকাপে পন্টিং ৭টি এবং নিজের শেষ বিশ্বকাপ ২০১১-তে আরও তিনটি ক্যাচ ধরেছিলেন।

প্রথম দশজনের এই তালিকাতে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য ৩৮টি ম্যাচে ১৮টি ক্যাচ ধরে। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ক্রিস কেয়ারষস ২৮টি ম্যাচে তাঁর ক্যাচের সংখ্যা হল ১৬। পাকিস্তানের ইনজামাম উল হক-ও ১৬টি ক্যাচ ধরেছেন ৩৫টি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ৩৪টি ম্যাচে ১৬টি ক্যাচ ধরেছেন। শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেও ১৬টি ক্যাচ ৪০টি ম্যাচের ৩৯ ইনিংসে। দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ২০ টি ম্যাচে ১৫, ভারতের অনিল কুম্বলে ১৮টি ম্যাচে ১৪, উইলিয়াম পাের্টারফিল্ড ২১টি ম্যাচে ১৪, এবং সিস্টভ ওয়া ৩৩ টি ম্যাচে ১৪টি ক্যাচ ধরেনে।