ইডেন উদ্যানে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলায় যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল, ম্যাচের শেষে সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল গুয়াহাটির মাঠে। ইডেনে গার্ডরেল টপকে এক ক্রিকেট ভক্ত দৌড়ে বিরাট কোহলির পা জড়িয়ে ধরেছিলেন। সেই নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিসিসিআইয়ের অধিকর্তা রাজীব শুক্লা। সেই রেশ কাটতে না কাটতেই আবার আইপিএল ক্রিকেটে নিরাপত্তার প্রশ্ন উঠল।
গুয়াহাটি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত বুধবার অনুষ্ঠিত হয়েছিল কেকেআর ও রাজস্থান দলের খেলা। ওই ম্যাচে রাজস্থানের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রায়ান পরাগ। দর্শকদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। যখন তিনি টস করতে গিয়েছিলেন, তখন দেখা গিয়েছিল, তাঁর জয়ধ্বনিতে মুখর হয়েছিল স্টেডিয়াম। এক অতি উৎসাহী ভক্ত ইডেনের মতো ফেন্সিং টপকে মাঠে চলে যান। মাঠে তখন ব্যাট করছিল কেকেআর দল। রাজস্থানের ইনিংস শেষ হতেই দৌড়ে গিয়ে পরাগের পায়ে লুটিয়ে পড়েন। জড়িয়েও ধরেন তাঁকে। ম্যাচ থমকে যায়। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন রিয়ান। অবশ্য সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে নিয়ে যায় এবং খেলা শুরু হয়। তাই বলতে দ্বিধা নেই কলকাতার ছবিই দেখা গেল অসমের মাঠে।
এখানে উল্লেখ করা যেতে পারে, বিসিসিআইয়ের তরফে কোনও কিছু না বলা হলেও মুখ খুলেছিলেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি বলেছিলেন, বিরাটের ভক্তদের ভালোবাসা সত্যিই দুর্দান্ত। এটা দেখে ক্রিকেট অনুরাগীরা বেশ রাগান্বিত। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা হিসেবে নিরাপত্তার এমন ত্রুটিকে তিনি যেভাবে নায়ক বন্দনার আড়ালে রেখেছেন, তাতে বিপদ ডেকে আনতে পারত। আরেক ক্রিকেট ভক্ত বলেছেন, নিরাপত্তার গলদকে এইভাবে উৎসাহ দেওয়ার কোনও কারণ দেখছি না শীর্ষকর্তা রাজীব শুক্লার। ঈশ্বর না করুন, আগামী দিনে কোনও ক্রিকেটার আহত হলে, তাহলে কে দায়ী থাকবে? এই পরিপ্রেক্ষিতে আশা করা যেতে পারে সুরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র হবে। রিয়ান পরাগকে নিয়ে অসমের এই ক্রিকেট ভক্ত এক কথায় বলা যায় অতি উৎসাহী।