সাওপাউলাে – ছয়দিন প্যারিসের এক হাসপাতালে কাটয়ে ফুটবল সম্রাট পেলে মঙ্গলবার তাঁর দেশ ব্রাজিলে ফিরে গেলেন। সােমবার গভীর রাত্রে তাঁকে প্যারিসের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সাওপাউলাে বিমানবন্দরে নামার পর পেলে একটি হুইল চেয়ারে বসে একটি লম্বা ভ্যানে শহরের দিকে রওনা হন। ব্রাজিলের বর্তমান তারকা নেইমার প্যারিসের শহরতলিতে পেলে যে হাসপাতালে ছিলেন সেই হাসপাতালেই কাইলিয়ান এমবাপেকে নিয়ে পেলেকে দেখতে গিয়েছিলেন। নেইমার নিজের ইনস্টাগ্রামে একটি ফটো পােস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানার পাশে পেলের সঙ্গে হাসি মুখে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছেন। গত শনিবারই পেলে হাসপাতাল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু আরও পরীক্ষার জন্য তাঁকে ছাড়া হয়নি। পেলে তাঁর ফুটবল কেরিয়ারে ১,৩৬৩টি ম্যাচে ১,২৮১টি গোল করেছেন। তবে সাম্প্রতিককালে শারীরিক কারণে তাঁকে বারবার হসপাতালে ভর্তি হাতে হয়েছে। এবারের মতাে মুত্রনালীর সংত্রমণের জন্য ২০১৪ সালের নভেম্বরেও তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হতে হয়েছিল।