সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গাপুরে ১০ম যোগা প্রতিযোগিতা। অনুর্ধ্ব ১৪ বালিকা বিভাগে প্রথম হয়ে সোনার পদক পেল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ১১ বছরের কিশোরী পৌষানী সাহা।
পৌষানীর বাবা পল্লব সাহা জানান, মাত্র চার বছর বয়স থেকেই পৌষানী হাবড়া যোগা একাডেমির বিপ্লব স্যারের কাছে যোগ চর্চা শুরু করে। পরবর্তী সময়ে আরও ভালোভাবে যোগচর্চা শুরু করে। পৌষানী বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সাফল্য পেতে শুরু করে। সে জাতীয় প্রতিযোগীতায় অংশ নিয়ে তিনবার সোনার পদক জিতেছে। চলতি বছরে এশিয়ান যোগা ফেডারেশন আয়োজিত ১০ম এশিয়ান যোগা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবার সুযোগ পায়। দশটি দেশের ৪০জন প্রতিযোগীর মধ্যে পৌষানী প্রথম হয়ে সোনার পদক জয়ের কৃতিত্ব দেখায়। এই সাফল্যে বিদ্যালয়ের তরফ থেকে সতীর্থ বন্ধুরা বিশেষ সংবর্ধনা দিয়েছে।
পৌষানীর বাবার অভিমত, রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েকে যদি আর্থিক সহযোগিতা করা হয়, তাহলে আগামী দিনে আরও আন্তর্জাতিক প্রতিযোতিায় অংশ নিয়ে বাংলার মুখ উজ্জ্বল করতে পারবে।