• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মেসির জার্সি পরে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা জারি প্যারাগুয়ের

আর্জেন্তিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মন্তব্য, ‘প্যারাগুয়ের সমর্থকদের কাছে নিজেদের জাতীয় দলের জার্সি পরতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু লিও (মেসি)র প্রভাব এসবের থেকে অনেক বেশি শক্তিশালী।

আর্জেন্তিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। ছবি: ইন্টারনেট।

আর্জেন্তিনার জার্সি পরে মাঠে ঢোকা যাবে না! এমনটাই ফতোয়া জারি করল প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ)।

আগামী ১৫ নভেম্বর, শুক্রবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্তিনার। তারই আগে এরকম নির্দেশনামা জারি করল এপিএফ। এপিএফের লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়ার বক্তব্য, ‘আমরা অন্য দলের জার্সি পরে কাউকে ঢুকতে দেব না। মেসির বিরুদ্ধে আমাদের কিছু নেই। আমরা সমস্ত ফুটবলারকেই সম্মান করি। আসলে আমাদের নিজেদের মাঠটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্যারাগুয়ে ফুটবল দলের কোচ গুস্তাভো আলফারো জানিয়েছেন, ‘জার্সির উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে আমার কিছুই করার নেই। আমার এই ব্যাপারে কোনও ধারণাই নেই। আমার মনে হয় আগাম সংঘর্ষ এড়াতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ‘মেসি কাল আমাদের প্রতিপক্ষ। পেরুর বিরুদ্ধে মেসি নিজের জীবনের শ্রেষ্ঠ খেলাটা খেলুক, এই কামনা করি – কিন্তু কাল নয়।’

এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়ায় আর্জেন্তিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির মন্তব্য, ‘প্যারাগুয়ের সমর্থকদের কাছে নিজেদের জাতীয় দলের জার্সি পরতে চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু লিও (মেসি)র প্রভাব এসবের থেকে অনেক বেশি শক্তিশালী। এসবের পরেও আর্জেন্তিনার জার্সি পরবেন প্যারাগুয়ের সমর্থকেরা।’

তিনি আরও বলেন, ‘এর মানে এই না যে তাঁরা প্যারাগুয়েকে সমর্থন করেন না। আমার মনে হয়, ফুটবলপ্রেমীরা যে বোঝে সে(মেসি) আসলে কী, এটা খুব ভালো একটা ব্যাপার। জার্সি পরলেই কেউ আর্জেন্তিনার সমর্থক হয়ে যান বলে মনে হয় না।’

প্রসঙ্গত, প্যারাগুয়ের পর আগামী ১৯ নভেম্বরে যোগ্যতা নির্বাচন পর্বে পেরুর মুখোমুখি হবে স্কালোনি-মেসির টিম। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল-এর দেশগুলির মধ্যে বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্তিনা টেবিলের শীর্ষে রয়েছেন। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। তিন নম্বরে রয়েছে উরুগুয়ে, ১৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে।