চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের আয়োজক দেশ পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যেই দুটো ম্যাচেই হার স্বীকার করেছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে যেমন হেরে গিয়েছে, তেমনই আবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে খেলতে নেমে পাকিস্তান তথৈবচ। অর্থাৎ ভারতের কাছে পাকিস্তানকে হারতে হয়েছে ৬ উইকেটে। স্বাভাবিকভাবে পাকিস্তানের ক্রিকেটাররা সমালোচিত হচ্ছেন হারের লজ্জায়।
পাকিস্তানকে এবারে খেলতে হবে প্রতিবেশী রাজ্য বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ফখর জমান। খেলা হয়নি ভারত-পাকিস্তান ম্যাচ। এ বার পুরোপুরি ক্রিকেট খেলা থেকেই সরে যেতে চাইছেন ফখর। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই অবসর নিতে পারেন। পাকিস্তান থেকে পাততাড়ি গুটিয়ে পাকাপাকি বিদেশে গিয়ে থাকার ইচ্ছে তাঁর। যদিও পাকিস্তান বোর্ড তাঁকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, জমান বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ আইসিসি প্রতিযোগিতা। তিনি এক দিনের ক্রিকেট থেকে বিরতি নিতে চান। শারীরিক কারণেই অবসর নিতে চাইছেন। জমান এখন হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত। পাশাপাশি ম্যাচের ধকলও নিতে পারছেন না।
শুধু তাই নয়, দেশের ক্রিকেট বোর্ডের প্রতি তিনি ক্ষুব্ধ। দেশের বাইরে খেলার জন্য বোর্ডের পক্ষ থেকে এনওসি পাওয়া যায় না। তাই নিজের এবং সন্তান জ়াইনের ভবিষ্যতের কথা ভেবে বিদেশেই থাকতে চাইছেন তিনি। তিনি আরও বলেছেন, যে কোনও ক্রিকেটারের বড় হওয়ার স্বপ্ন থাকে। সেই স্বপ্নে ইচ্ছাকৃতভাবে কেউ যদি আঘাত করে, সেখানে পিছিয়ে পড়তে হয়। খেলতে গিয়ে সম্মান যদি না পাওয়া যায়, সেখানে থাকা উচিত নয়।